দোহা: কাতার বিশ্বকাপে শুরু হয়েছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এখান থেকে ভুলচুকের কোনও জায়গা নেই। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়। ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। বাকি আর কোন দুটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তা নির্ধারণ হয়ে যাবে ৭ ডিসেম্বরের মধ্যে। মঙ্গলবার নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে স্পেন। প্রতিপক্ষ উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এরপরের ম্যাচটি পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড। আর্জেন্টিনাকে কোয়ার্টারে তুলেছেন মেসি, ব্রাজিলকে নেইমার। এ বার পালা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শেষ ষোলোর শেষ ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কি শেষ হাসি হাসবেন ক্রিশ্চিয়ানো, ব্রুনোরা? কোথায়, কবে, কীভাবে দেখবেন এই ম্যাচ। দেখে নিন টিভি৯ বাংলার এই প্রতিবেদনে।
এ বারের ফুটবল বিশ্বকাপের নকআউটে পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি রয়েছে মঙ্গলবার মধ্যরাত (৬ ডিসেম্বর)।
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি লুসেইল স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?