POR vs SUI Highlights: ফুলটাইম : ৬-১’র জয়, ২০০৬-র পর ফের শেষ আটে পর্তুগাল
PORTUGAL vs SWITZERLAND FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, শেষ ষোলোয় পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড (PORTUGAL vs SWITZERLAND) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

দোহা : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং পর্তুগাল! শেষ ষোলোয় সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে নামার আগে এমনটাই পরিস্থিতি ছিল। কাতার বিশ্বকাপে বিতর্কের তালিকায় নতুন করে সংযোজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কাতারে আসার আগে থেকে ক্লাবের সঙ্গে সমস্য়া চলছিল সিআর সেভেনের। এ বার জাতীয় দলেও। ধরনটাও যেন একই। তাঁকে প্রথম একাদশে রাখা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছিল। সাহসী সিদ্ধান্ত নিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে নামালেন গন্সালো ব়্যামোসকে। হ্যাটট্রিকে মুগ্ধ করলেন। নায়ক হয়ে উঠলেন। পর্তুগাল জিতল ৬-১ ব্যবধানে। রোনাল্ডো পরিবর্ত হিসেবে নামতেই গ্যালারিতে গর্জন। শেষ আটে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE NEWS & UPDATES
-
গ্যালারির গর্জন
মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগাল এগিয়ে ৫-১। হ্যাটট্রিক করে মাঠ ছাড়লেন ব়্যামোস। ১৮ ম্যাচ পর দেশের হয়ে পরিবর্ত হিসেবে নামলেন রোনাল্ডো!
-
ওয়ার্ম আপে রোনাল্ডো
তাঁকে ছাড়াই দল ২-০ এগিয়ে ছিল। তৃতীয় গোলও হল। জোড়া গোল গন্সালো ব়্যামোসের। ওয়ার্ম করছিলেন রোনাল্ডো। ৪-১ গোলে দল এগিয়ে। তাঁকে কি নামানো হবে?
-
-
পেপের গোল
ব্রুনো ফার্নান্ডেজের কর্নার, হেডে গোল পেপের। পর্তুগালকে ২-০ এগিয়ে দিলেন। ৩৯ বছর বয়স। সঠিক টাইমে জাম্প, হেড এবং গোল। বয়স সত্যিই সংখ্যা মাত্র…।
-
অবিশ্বাস্য গোল…
সুইস গোলকিপার সমার ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিলেন। রোনাল্ডোর পরিবর্তে আজ মাঠে নামানো হয় গন্সালো ব়্যামোসকে। গোলকিপার উপর দিয়ে জালে বল জড়ালেন।
-
অপেক্ষায়…
-
-
ওয়ার্ম আপ..ফ্রেমে তিনি নেই
???’? ?? ?? ! ✊? #VesteABandeira #WearTheFlag #FIFAWorldCup pic.twitter.com/4AIMjq9YOX
— Portugal (@selecaoportugal) December 6, 2022
-
সুইৎজারল্যান্ডের প্রথম একাদশ…
প্রিকোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। কোয়ার্টার ফাইনালের লাইন আপ সম্পূর্ণ হবে আজই। কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কে, ঠিক হয়ে যাবে এই ম্যাচের পর। পর্তুগালের বিরুদ্ধে সুইৎজারল্যান্ডের প্রথম একাদশ…
Aufstellung / Composition / Formazione
?? ??? ? 20:00 CET ? SRF 2, RTS 2, RSI La 2#natimiteuch #lanatiavecvous #lanaticonvoi pic.twitter.com/x3p85XXjIn
— ?? Nati (@nati_sfv_asf) December 6, 2022
-
রোনাল্ডোহীন প্রথম একাদশ…
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। কিছুক্ষণ আগেই নকআউট পর্বে অঘটন। টাইব্রেকারে হেরে ছিঁটকে গেল স্পেন। এ বার মাঠে নামছে পর্তুগাল ও সুইৎজারল্যান্ড। ক্লাবের পর জাতীয় দলেও। বিতর্ক এবং…। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনাল্ডোকে ৬৫ মিনিটে তুলে নেওয়া হয়। তারপরই তাঁর আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস। রোনাল্ডোকে প্রথম একাদশে রাখা হবে না, এমনটাই ইঙ্গিত ছিল। কার্যক্ষেত্রে তাই হল। মহা-তারকাকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল। এক নজরে তাদের প্রথম একাদশ…
? ?ℝ????ℕ? ℕ???: Este é o nosso 11 Inicial para hoje! ??? #VesteABandeira
This is our Starting 11 for today! ? #WearTheFlag pic.twitter.com/OiKlJU44O1
— Portugal (@selecaoportugal) December 6, 2022
Published On - Dec 06,2022 11:30 PM





