জর্ডন: মোহামেদ সালাহর দেশের বিরুদ্ধে জয় ভারতের মেয়েদের। ছেলেরা যখন ফিফা ফ্রেন্ডলিতে ব্যর্থ, অন্য দিকে তখন সফল ভারতের মহিলা দল (Indian Women’s Football Team)। কয়েকদিন আগেই ফ্রেন্ডলি তে দুটো ম্যাচেই হারে ভারত। প্রথম ম্যাচে বাহরিনের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বেলারুশের কাছে হারে স্টিম্যাচের ছেলেরা। কোভিডের (Covid-19) কারণে এএফসি এশিয়ান গেমসে (AFC Women’s Asian Cup) খেলতে পারেননি ভারতের মেয়েরা। সেই জ্বালা এখনও রয়েছে। মিশরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে জয় পেল ভারতীয় মহিলা দল। এই জয় নিঃসন্দেহে ভারতের মেয়েদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৫ নম্বরে আছে মিশর। ফ্রেন্ডলি ম্যাচে প্রথম থেকেই বেশ ভালো ফুটবল খেলেন আশালতা দেবীরা। আর প্রথমার্ধেই কাঙ্খিত জয়ের গোল পেয়ে যায় ভারতীয় মহিলা ফুটবল দল। এএফসি এশিয়ান কাপে খেলতে না পারার যন্ত্রণা এখনও ভুলতে পারেন না আশালতা দেবীরা। ফ্রেন্ডলি ম্যাচে মিশরকে ১-০ গোলে হারাল ভারতের মেয়েরা।
খেলার প্রথমার্ধে ভারতীয় মহিলা দলের হয়ে জয়সূচক গোল প্রিয়াঙ্কার। খেলার ৩০ মিনিটে গোল করেন প্রিয়াঙ্কা। এর আগে ১৮ মিনিটেও একটা সুযোগ পায় ভারত। আশালতা দেবীর দুরপাল্লার শটে অঞ্জুকে বল বাড়ালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছু মিনিট বাদে মণীশার একটা প্রচেষ্টাও ব্যর্থ হয়। দালিমার পাস থেকে প্রায় গোলই করে ফেলেছিলেন মণীশা।
All set and ready to roar ?? #INDEGY ⚔️ #BackTheBlue ? #BlueTigresses ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/euCfqgbeS7
— Indian Football Team (@IndianFootball) April 5, 2022
দালিমার পাস থেকেই খেলার ৩০ মিনিটে একমাত্র গোলটি করেন প্রিয়াঙ্কা। মণীশার ক্রস থেকে বল পান দালিমা। সেখান থেকেই প্রিয়াঙ্কার উদ্দেশ্যে গোলের ঠিকানা লেখা পাস দেন ভারতের এই তরুণী।
খেলার দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে কয়েকটি বদলও এনেছিলেন ভারতের মহিলা দলের কোচ থমাস ডিনার্বি। মেয়েদের জয়ে স্বভাবতই খুশি ভারতীয় মহিলা দলের কোচ। জর্ডনের মাটিতে এটাই ভারতের প্রথম জয়।
আরও পড়ুন: IPL 2022: ট্রাফিক জ্যামে আটকে এ কী করলেন সচিন তেন্ডুলকর? দেখুন ভিডিও