LIONEL MESSI : বুকে প্যারিস, হাত তুলে জানালেন ‘আমি আসছি’

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 10, 2021 | 8:28 PM

বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে ২ বছরের চুক্তি। ভারতীয় মুদ্রায় ২ বছরে মেসির সঙ্গে প্যারি সাঁজার চুক্তি ৬১০ কোটি টাকা!

LIONEL MESSI : বুকে প্যারিস, হাত তুলে জানালেন আমি আসছি
প্যারিসে পৌঁছে...

Follow Us

প্যারিসঃ জল্পনার অবসান। প্যারি সাঁজাঁতেই এবার লিওনেল মেসি। বার্সেলোনার সংসার ত্যাগ করে এবার মেসি ম্যাজিকের নতুন গন্তব্য প্যারিস। তিনি যে প্যারি সাঁজাঁতেই যাচ্ছেন, তা একপ্রকারের টিজারের মত ভক্তকুলকে জানালেন মেসি। বিমানের ভেতর থেকে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে শুরু। তারপর ক্লাবে এসে পরিচিত হাসি। সঙ্গে অত্যন্ত পরিচিত ভরসার হাত। মেসি জানিয়ে দিলেন, প্যারিস আমি আসছি।

বার্সেলোনার সঙ্গ ত্যাগের পর প্যারি সাঁজাঁতে ই আসছেন লিওনেল মেসি। এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়েছিল ফুটবল বিশ্বে। তবে কবে? এদিন বিমানের ভেতর থেকে স্ত্রীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাঁর সঙ্গে স্প্যানিশ ভাষায় যা লেখা, তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়,”আবার আমরা একসাথে। নতুন অ্যাডভেঞ্চারের পথে।” সেখান থেকেই শুরু জল্পনা। মেসি কি তবে প্যারিসের পথে? মেসির বিমান বিমানবন্দর ছোঁয়ার আগেই সেখানে পৌঁছে যান তাঁর বাবা। সাংবাদিকদের প্রশ্ন, ছেলে কি প্যারি সাঁজাঁতে?  ছোট্ট উত্তর, হ্যাঁ।

 

বিমানে বসে সেই পোস্ট

পিলপিল করে বিমানবন্দরে মেসিকে দেখতে পৌঁছে যান প্যারি সাঁজার অগণিত সমর্থক। একবার মেসিকে দেখার তীব্র বাসনার টানে। বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে সটান হাজির ক্লাবে। হল চুক্তি। বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে ২ বছরের চুক্তি। ভারতীয় মুদ্রায় ২ বছরে মেসির সঙ্গে প্যারি সাঁজার চুক্তি ৬১০ কোটি টাকা!

চুক্তির পরে সাদা টি শার্ট। যার বুকে লেখা প্যারিস। জানলায় এসে ভক্তকুলের উদ্দেশ্যে ট্যাটু মোড়ানো হাত তুলে মেসি জানিয়ে দিলেন , ‘আমি আসছি।’ ফুটবলভক্তদের চিৎকারে তখন প্যারিসের আকাশে বাতাসে কানপাতা দায়। মেসি-এমবাপে-নেইমার। স্বপ্নের ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখার জন্য প্রহর গোনা শুরু হয়ে গেল এই মাহেন্দ্রক্ষণ থেকেই।

Next Article