QAT vs SEN, FIFA WC Match Preview: সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে কি টিকে থাকবে কাতার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2022 | 8:00 AM

Qatar vs Senegal FIFA world Cup 2022: আল থুমামা স্টেডিয়ামে আজ মুখোমুখি আয়োজক দেশ কাতার ও সেনেগাল।

QAT vs SEN, FIFA WC Match Preview: সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে কি টিকে থাকবে কাতার?
সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে কি টিকে থাকবে কাতার?

Follow Us

দোহা: রক্ষণশীল দেশ কাতার (Qatar) এ বারের বিশ্বকাপ (FIFA World Cup 2022) আয়োজন করার দায়িত্ব পাওয়ার পর নানা রকম প্রশ্ন উঠেছে। কাতারের দিকে আঙুল তুলতেও পিছপা হয়নি ফুটবল বিশ্বের অনেকেই। সব কিছুর মধ্যেই কাতারে চলছে এ বারের ফুটবলের মহাযুদ্ধ। আয়োজক দেশ কাতার টুর্নামেন্টের উদ্বোধনীর দিন ইকুয়েডরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নেমেছিল। কাতারের কাপ যাত্রার শুরুটা মোটেও ভালো হয়নি। ইকুয়েডরের কাছে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ সফর শুরু হয়েছে কাতারের। আজ গ্রুপ-এ এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে কাতার এবং সেনেগাল (Senegal)। ম্যাচের প্রিভিউ TV9Bangla-য়।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে কাতারের প্রতিপক্ষ সেনেগাল যে খুব ভালো জায়গায় রয়েছে তাও নয়। নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে কাপ যাত্রা শুরু করেছে সেনেগাল। ফলে দুই দলই গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে হেরেছে। আজকের ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ কাতারের জন্য, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সেনেগালের জন্যও। ডাচদের বিরুদ্ধে সেনেগাল শেষ মুহূর্ত অবধি লড়াই করেছিল। যদিও শেষ অবধি ভাগ্য সঙ্গ দেয়নি আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের। শেষ অবধি ২ গোলে হেরে মাঠ ছেড়েছিল সেনেগাল। তাই কাতারের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে মাঠ ছাড়ার জন্য মরিয়া হয়ে থাকবে সেনেগাল।

ডাচদের বিরুদ্ধে হারার পর সেনেগাল কোচ অ্যালিউ সিসে বলেন, “আমরা অত্যন্ত হতাশ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমরা বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়েছিলাম। আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। মানের না থাকাটা সত্যিই আমাদের কাছে সমস্যার। আমাদের অ্যাটাকাররা সত্যিই ভালো। কার্পিনের কাছ থেকে আমরা অনেক প্রত্যাশা রেখেছি। আমাদের একাধিক জায়গায় উন্নতি করতে হবে।”

আয়োজক দেশ কাতার প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে স্নায়ুর চাপে ভুগছিল। কাতার আগের থেকে অনেক উন্নতি করেছে। যা ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফুটে উঠেছিল। তাই কাতারও চেষ্টা করবে সেনেগালের বিরুদ্ধে স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রেখে, নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে। কারণ, আজ সেনেগালের বিরুদ্ধে কাতার হেরে গেলে বেশ চাপে পড়তে হবে আয়োজক দেশকে। এ বার দেখার আল থুমামা স্টেডিয়ামে বাজিমাত করে কোন দল।

আজকের ম্যাচ: কাতার বনাম সেনেগাল

সময়: সন্ধ্যা ৬.৩০ মিনিট

স্টেডিয়াম: আল থুমামা, দোহা

 

Next Article