Jude Bellingham: মাঝমাঠে ফুল ফোটাবেন? মিডিও বেলিংহ্যামকে ঘিরে স্বপ্ন বাড়ছে ইংল্যান্ডের

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 14, 2024 | 8:00 AM

EURO CUP 2024: লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত সপ্তাহেই বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন করেছেন বেলিংহ্যাম। তাঁর খেলা দেখে মুগ্ধ বিশ্ব ফুটবল। গতি, স্কিলের সম্ভার। তাঁর সতীর্থ মদ্রিচ পর্যন্ত বলেছেন, 'ও কেমন প্লেয়ার, কতটা প্রতিভা আছে, সেটা তুলে ধরেছে সবার সামনে। তারপরও বলব, ও আমাকে চমকে দিয়েছে।'

Jude Bellingham: মাঝমাঠে ফুল ফোটাবেন? মিডিও বেলিংহ্যামকে ঘিরে স্বপ্ন বাড়ছে ইংল্যান্ডের
মাঝমাঠে ফুল ফোটাবেন? মিডিও বেলিংহ্যামকে ঘিরে স্বপ্ন বাড়ছে ইংল্যান্ডের

Follow Us

কলকাতা: ইউরো কাপের (EURO Cup) সেরা তারকা কে হতে পারেন? অনেক নাম পর পর চলে আসবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে কিলিয়ান এমবাপে, মানুয়েল নুয়ার থেকে লুকা মদ্রিচ। এত নামের মধ্যেও একজনকে চর্চা চলছে খুব। তিনি ইংল্যান্ডের ২১ বছরের তারকা জুডে বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। এ বার দেশের হয়ে নামছেন ইউরো কাপ জেতার স্বপ্ন নিয়ে। গত ইউরো কাপে ইংল্যান্ড ফাইনালে উঠেছিল। কিন্তু ইতালির কাছে হারতে হয়েছিল। জাতীয় টিমের হয়ে গ্যারেথ সাউথগেটের হয়তো এটাই শেষ টুর্নামেন্ট। তাঁকে ট্রফি জেতানোর আশা যোগাচ্ছেন খোদ বেলিংহ্যাম। এরই মধ্যে লা লিগার মরসুমের সেরা প্লেয়ার হয়েছেন তিনি। শুধু কি তাই, এই মুহূর্তে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি প্লেয়ার বেলিংহ্যামই ( Jude Bellingham)। তিনি কি পারবেন ইংল্যান্ডের তিরে এসে বরাবর ডুবে যাওয়া তরীকে ট্রফি-ল্যান্ডে পৌঁছে দিতে?

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত সপ্তাহেই বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন করেছেন বেলিংহ্যাম। তাঁর খেলা দেখে মুগ্ধ বিশ্ব ফুটবল। গতি, স্কিলের সম্ভার। তাঁর সতীর্থ মদ্রিচ পর্যন্ত বলেছেন, ‘ও কেমন প্লেয়ার, কতটা প্রতিভা আছে, সেটা তুলে ধরেছে সবার সামনে। তারপরও বলব, ও আমাকে চমকে দিয়েছে। ওর মানসিকতা আর দায়বদ্ধতা দিয়ে। প্রতিটা ট্রেনিং সেশন, প্রতিটা ম্যাচে ও ১০০ শতাংশ দেয়। বেলিংহ্যামের ফুটবল মেধা অসাধারণ। খেলাটা খুব ভালো বোঝে। যখনই ট্যাকল দরকার, তখনই ওকে পাওয়া যায়। যখনই লড়াই দরকার, তখনই ও হাজির।’

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ভাবে দুটো দশক ধরে শাসন করেছেন ফুটবল, সেই সম্ভাবনা বেলিংহ্যামের মধ্যেও দেখা যাচ্ছে। নিজেকে যদি তুলে ধরতে হয়, প্রমাণ করতে হয়, তা হলে আগামী ক’টা দিন সেরাটা দিতে হবে বেলিংহ্যামকে। ইংল্যান্ডকে ট্রফি জেতাতে পারলে, এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তাঁকে মেনে নেবে দুনিয়া। বেলিংহ্যাম নিজেও বলছেন, ‘আমি সব সময় বড় করে স্বপ্ন দেখার চেষ্টা করি। ছেলেবেলা থেকে আমি সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন দেখে আসছি। তার জন্য কঠিন পরিশ্রম করেছি।’

ইউরো কাপ যে জুডে মিডফিল্ডার বেলিংহ্যামের টার্গেট, তা নিয়ে সন্দেহ নেই। শুধু তাই নয়, ইংলিশ মিডিয়াও তাঁকে নিয়ে প্রবল আশাবাদী। প্রাক্তন ফুটবলাররাও বলতে শুরু করেছেন, এই ছেলে অনেক দূর যাবে। ট্রফির খরা কাটাবে দেশের।

Next Article