গোয়া : বছরের শুরুতে একটা জয়ই যেন বদলে দিয়েছে টিম ইস্টবেঙ্গলকে। ওড়িশাকে ৩-১ গোলে হারিয়ে চনমনে লাল-হলুদ শিবির। আজ সন্ধ্যেয় তিলক ময়দানে রবি ফাউলারের দলের সামনে এফসি গোয়া। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৩ নম্বরে গোয়া। অন্যদিকে ১০ নম্বরে লাল-হলুদ। তা সত্বেও ইগর অ্যাঙ্গুলোদের মোকাবিলা করার আগে দমছে না এসসি ইস্টবেঙ্গল। বছরের শুরুতে জোড়া জয় তুলে নিয়ে লিগ তালিকায় এগোতে মরিয়া ফাউলারের দল।
We will be at ‘home’ against the home state at Tilak Maidan tonight. #SCEBFCG to kick off at 7.30 PM!
আজ হিরো আইএসএল-এ আমাদের নবম ম্যাচে আমরা মুখোমুখি হবো এফসি গোয়ার, তিলক ময়দানে সন্ধ্যে ৭.৩০টা থেকে। #ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/7E3aQ81oPC
— SC East Bengal (@sc_eastbengal) January 6, 2021
ওড়িশাকে হারাবার পাশাপাশি শেষ তিনটে ম্যাচে অপরাজিত লাল-হলুদ। শেষ ৫ ম্যাচে মাত্র একটাতে হেরেছে ফাউলারের দল। ফলে পরিসংখ্যানই বলে দিচ্ছে প্রতিদিনই উন্নতি করছে লাল-হলুদ ব্রিগেড। তবে লিগ তালিকার সবার শেষে থাকা ওড়িশাকে হারানো আর গোয়াকে হারানো যে এক নয়,তা বিলক্ষণ জানেন পিলকিংটন-মাগোমারা। সেটা মাথায় রেখেই স্ট্র্যাটেজি সাজাচ্ছেন ফাউলার। বিপক্ষ দলে এদু বেদিয়া,ইগর অ্যাঙ্গুলোর মত নাম। ৯ গোল করে এই মুহুর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা গোয়ার স্প্যানিশ স্ট্রাইকার অ্যাঙ্গুলোই। আত্মবিশ্বাসী ফাউলার অবশ্য বলছেন, “তাদের দলেও ভালো ফুটবলার রয়েছেন,যাদের আটকাবার কথা ভাবতে হবে গোয়া শিবিরকে।”
আরও পড়ুন:করোনার হটস্পট বক্সিং ডে টেস্ট, রিপোর্টে চাঞ্চল্য
আজ সন্ধ্যের ম্যাচের ইউএসপি হতে চলেছে অ্যাঙ্গুলো বনাম ব্রাইটের লড়াই। লাল-হলুদ জার্সিতে অভিষেকেই নজর কেড়েছেন নাইজেরিয়ান ব্রাইট। গোলও পেয়েছেন। গোয়ার বিরুদ্ধে শুরু থেকেই খেলতে চলেছেন ব্রাইট। অ্যাঙ্গুলোর পাল্টা হিসাবে নাইজেরিয়ান ব্রাইটকেই ব্যবহার করতে চান ফাউলার। শুরু থেকে খেলতে পারেন অ্যারনও। লাল-হলুদের মতই গোয়ারও দুর্বল জায়গা ডিফেন্স। সেটাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।তবে ফাউলারের চিন্তায় জায়গা অবশ্যই ডিফেন্স। ওড়িশার বিরুদ্ধে জিতলেও ডিফেন্সের ফাঁকফোকর বারবারই সামনে চলে এসেছে। আইএসএলে ১৪ গোল হজম করেছেন ড্যানি ফক্সরা। যার মধ্যে ১১ গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
আরও পড়ুন:হ্যাপি বার্থ ডে হরিয়ানা হ্যারিকেন
ওড়িশার বিরুদ্ধে বড় জয়ের পর লাল-হলুদকে মোকাবিলা করা যে আরও কঠিন হবে তা মেনে নিচ্ছেন গোয়া কোচ। প্রথম তিন পয়েন্ট পাওয়ার পর পিলকিংটনরা আরও খোলা মনে খেলবে বলেই দাবি তার। যেটা তাদের কাছে সমস্যার হতে পারে বলে আগাম আভাস দিয়ে রাখছেন গোয়া কোচ ফেরান্ডো।