মাটিতে শুয়ে মেসির ফ্রি কিক আটকানো মানতে পারছেন না ফার্দিনান্দ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 9:00 AM

মেসি মানে ম্যাজিক। মেসি মানে চোখধাঁধানো গোল। কিন্তু সেই তিনিই কেন মাটিতে শুয়ে পড়বেন ফ্রি কিক আটকানোর জন্য? মেসিকে এই দায়িত্ব দেওয়ার পিএসজি কোচও কম সমালোচিত হননি।

মাটিতে শুয়ে মেসির ফ্রি কিক আটকানো মানতে পারছেন না ফার্দিনান্দ
মাটিতে শুয়ে মেসির ফ্রি কিক আটকানো মানতে পারছেন না ফার্দিনান্দ (ছবি-টুইটার)

Follow Us

প্যারিস: ফুটবলে কি এখন নতুন ট্রেন্ড নিয়ে আসছেন লিওনেল মেসিরা (Lionel Messi)? ফ্রি কিকের সময় ওয়ালের পিছনে শুয়ে পড়েছিলেন মেসি। মাটি ঘেঁষা শট যাতে গায়ে লেগে থমকে যায়। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসির ওই ছবি ভাইরাল হয়েছিল। পেপ গুয়ার্দিওলার বিরুদ্ধে প্যারিস সাঁজার হয়ে প্রথম গোল করেছিলেন মেসি। তবু ওই দৃশ্য গেঁথে গিয়েছে ফুটবল বিশ্বের মনে।

মেসির ওই ভূমিকা কি ঠিক ছিল? না নিয়ে প্রশ্নের অন্ত নেই। বিশেষজ্ঞমহল বলছে, কোনও ফরোয়ার্ডেরই মাটিতে শুয়ে পড়া মেনে নেওয়া যায় না। সেই তালিকায় রয়েছেন রিও ফার্দিনান্দও (Rio Ferdinand)। যিনি সাফ বলে দিচ্ছেন, ‘ট্রেনিং গ্রাউন্ডে ফ্রি কিক প্র্যাক্টিসের সময় যখন মেসিকে ওটা করতে বলেছিলেন মোরিসিও পোচেত্তিনো, তখন ওর কাছে গিয়ে কারও বলা উচিত ছিল, না-না মেসি, এটা করো না। লিও মেসির ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায় না।’

মেসি মানে ম্যাজিক। মেসি মানে চোখধাঁধানো গোল। কিন্তু সেই তিনিই কেন মাটিতে শুয়ে পড়বেন ফ্রি কিক আটকানোর জন্য? মেসিকে এই দায়িত্ব দেওয়ার পিএসজি কোচও কম সমালোচিত হননি। ফার্দিনান্দ যেমন বলেই দিয়েছেন, ‘না-না এটা মেসি করতে পারে না। এটা ওকে অসম্মান করা। আমি এটা মেনে নিতে পারছি না। যদি আমি পিএসজি টিমে থাকতাম, নিশ্চিত ভাবেই মেসিকে বলতাম, শোনো, আমি তোমার বদলে মাঠে শুয়ে পড়ব। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওর মতো ফুটবলারের মাটিতে শুয়ে ফ্রি কিক আটকানো দেখতে পারব না। আরে বাবা ও লিও মেসি। মাটিতে শুয়ে ও নিজের টি-শার্ট ময়লা করতে পারে না।’

শুধু মেসি নন, রোনাল্ডোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে রিও ফার্দিনান্দের। মেসি গোল করার পর দিনই আবার সিআর সেভেন ইনজুরি টাইমের গোলে জিতিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘ম্যাচের পর রোনাল্ডো আমাকে মেসেজ করেছিল। লিখেছে, আমি ভালো খেলতে পারিনি। কিন্তু জানতাম যে গোল করবই। এই রকম একটা বিশ্বাস নিয়েই ও ম্যাচের পর ম্যাচ মাঠে নামে। এটা সত্যিই যে ম্যাঞ্চেস্টার উইনাইটেড তেমন খেলতে পারেনি। তবে শেষ পর্যন্ত জয় এসেছে রোনাল্ডোর জন্যই।’

Next Article