রিও ডি জেনেইরো: ব্রাজিলের জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম মারাকানা পেলের নামে করার প্রস্তাব দিল রিও ডি জেনেইরোর আইনসভা। রিওর গভর্নর সেই প্রস্তাবে সায় দিলেই মারাকানার নামকরণ হবে ফুটবল সম্রাট পেলের নামে। আইন অনুযায়ী, ১৫ দিনের মধ্যে সেই প্রস্তাব পাস করাতে হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইলো রোনাল্ডোদের
বিশ্ব ফুটবলে পেলের অবদান অনস্বীকার্য। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে ফুটবল সম্রাটেরও। তাই বিশ্বে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে আরও সমৃদ্ধি করতেই স্টেডিয়ামের নামকরণ পেলের নামে করার সিদ্ধান্ত নিল রিও ডি জেনেইরোর আইনসভা। ১৯৬৯ সালে এই মারাকানা স্টেডিয়ামে স্যান্টোসের জার্সিতে ফুটবল কেরিয়ারের ১০০০ তম গোলটি করেছিলেন পেলে। ব্রাজিলের (Brazil) বিখ্যাত সাংবাদিক মারিও ফিলহো (Mario Filho) এই মারাকানা স্টেডিয়ামের সংস্করণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীকালে তাঁর নামেই করা হয় এই স্টেডিয়াম। রিওর আইনসভার প্রস্তাব পাস হলে সেক্ষেত্রে পেলের (Pele) নামেই হবে মারাকানা স্টেডিয়ামের নামকরণ।
পেলের নামে মারাকানা স্টেডিয়ামের নামকরণের প্রস্তাবে সায় দিতে হলে রিওর গভর্নরকে বিরাট ভূমিকা নিতে হবে। কারণ সেখানকার একাংশ ফুটবলপ্রেমীরা চাইছেন না মারাকানা স্টেডিয়ামের নাম বদলে যাক। আবার অনেকের বক্তব্য, রিওর সঙ্গে পেলের কোনও সম্পর্ক নেই। কারণ পেলের জন্ম এবং বাস দুটোই রিও ডি জেনেইরোর বাইরে ব্রাজিলের অন্য শহরে। ব্রাজিলের মার্সেলোতে ইতিমধ্যেই পেলের নামে একটি স্টেডিয়াম রয়েছে।