তুরিন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) উচিত ফ্রি কিকের সময় ‘হিউম্যান ওয়াল’এ কীভাবে দাঁড়াতে হয়, তা শেখা! পোর্তো (Porto) ম্যাচের পর সিআর সেভেনকে নিয়ে এভাবেই চলছে ট্রোল। এমনকি, এও বলা হচ্ছে, জুভেন্তাসে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে রোনাল্ডোর। শুধু তাই নয়, কোচ আন্দ্রে পির্লোকেও আগামী মরসুমে আর রাখবে না জুভেন্তাস।
১১৫ মিনিটের মাথায় পোর্তো ফ্রি কিকটা পেয়েছিল বড় বক্সের কিছুটা দূরেই। সর্গিও অলিভিয়েরার মাটি ঘেঁষা শটটা নেওয়ার সময় মুখ ও শরীর ঘুরিয়ে হঠাৎই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন রোনাল্ডো। অলিভিয়েরার শটটা তাঁর পায়ের ফাঁক দিয়ে চলে যায়। রোনাল্ডোর জন্য ওই বলটা দেখতেই পাননি জুভেন্তাস কিপার সেজনি। ওই গোলটাই শেষ করে দেয় জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যাওয়ার স্বপ্ন। আর তার পরই শুরু রোনাল্ডো-সমালোচনা!
আরও পড়ুন: পেলেকে মারাকানার মর্যাদা
২০১৮ সালে রেকর্ড অর্থে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে পা দিয়েছিলেন রোনাল্ডো। তার ঠিক আগে, ২০১৬-১৭ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল জুভেন্তাস। তিন বছরের মধ্যে পর পর দু’বার ফাইনালে উঠেও ট্রফি জিততে না পারার আক্ষেপ থেকেই রোনাল্ডোকে নেওয়া ইতালির ক্লাবের। কিন্তু সিআর সেভেন আসার পর ট্রফি দূরে থাক, গত দু’বছর শেষ আটেই উঠতে পারেনি জুভে। তাই কি রোনাল্ডোতে মোহভঙ্গ হল জুভেন্তাসের?
জুভেন্তাসের প্রেসিডেন্ট ফাবিও পারাতিচি বলেছেন, ‘ওর সঙ্গে আমাদের ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে। এই মুহূর্তে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা নেই। এ নিয়ে আলোচনার অনেক সময় আছে।’
পির্লোর কী হবে? চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি সিরি আ-তেও কিছুটা চাপে আছে। লিগের শীর্যে ইন্তার মিলার। তাদের থেকে ১০ পয়েন্ট পিছনে জুভে। পির্লো অবশ্য নিজের চাকরি নিয়ে চিন্তায় নেই। ম্যাচ হারের পর পির্লো বলেছেন, ‘একটা নতুন প্রজেক্টের শুরু করার জন্যই আমাকে কোচ করে নিয়ে আসা হয়েছিল জুভেন্তাসে। আমি খুব ভালো করে জানি, ক্লাব ভবিষ্যতের দিকে তাকিয়ে এগোতে চাইছে।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইলো রোনাল্ডোদের
রোনাল্ডোকে নিয়ে কিন্তু সমালোচনার ঢেউ উঠেছে। জুভেন্তাসের প্রাক্তন কোচ কাপেলো বলেছেন, ‘যে ভুলটা ও করেছে, সেটা ক্ষমাহীন অপরাধ। যদি দেখেন, কিছু জুনিয়ার ফুটবলারই শুধু লড়াই করেছে। এ ছাড়া টিমে কিছু সিনিয়র প্লেয়ার আছে, তারা কিন্তু টিম জিতলেই যাবতীয় কৃতিত্ব নেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। কিন্তু হারলে তাদের আর দেখা যায় না।’
একে তো পোর্তো ম্যাচে ওই রকম একটা ভুল করেছেন, তার উপর ঘরে-বাইরে দু’ম্যাচেই গোল পাননি তিনি। সব মিলিয়ে রোনাল্ডো বেশ চাপেই আছেন। যাঁরা খুব কাছ থেকে তাঁকে চেনেন, তাঁরা কিন্তু বলছেন, এই রোনাল্ডো ফিরে আসবেন ব্যাপক ভাবে।