মহমেডান স্পোর্টিং-৩ : রাউন্ডগ্লাস পঞ্জাব-৩
(ফয়জল আলি ৫৯, পেড্রো ৬৪, আজহার ৬৫) (চেঞ্চো ৩৪, ৪৬, আশিস ঝা ৮৮)
কলকাতা: আই লিগের খেতাবি দৌড় থেকে দূরে সরে গেল মহমেডান স্পোর্টিং। রাউন্ডগ্লাস পঞ্জাবের সঙ্গে ৩-৩ গোলে ম্যাচ ড্র করল সাদা-কালো ব্রিগেড। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন পেড্রোরা। ম্যাচে এগিয়েও যান শঙ্করলালের ছেলেরা। শেষ মুহূর্তে গোল হজম করে জেতা ম্যাচ হাতছাড়া করল মহমেডান স্পোর্টিং। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পেন্ডুলামের মতো দুলতে থাকল খেলার ভাগ্য।
আরও পড়ুন: সৌরভের মোতেরা সফরে সঙ্গী ডাক্তার
চ্যাম্পিয়নশিপ রাউন্ডের (I League Championship Round) প্রথম ম্যাচেই হার। দ্বিতীয় ম্যাচে ড্র। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট। সেরা ৬ টিমের লড়াইয়ে সাদা-কালো শিবির (Mohammedan Sporting ছয়ে। যা পরিস্থিতি বাকি ম্যাচ জিততে পারলেও খেতাব আসবে কিনা সন্দেহ। কোচ শঙ্করলাল চক্রবর্তীও খেতাব জয়ের আশা ছেড়ে দিয়েছেন। যতটা উপরে সম্ভব লিগ শেষ করাই লক্ষ্য সাদা-কালো কোচের। রেলিগেশন জোন থেকে দলকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তুলেছিলেন শঙ্করলাল। দেরিতে দায়িত্ব পেয়েছেন। শঙ্করলালের কোচিংয়ে অবশ্য খুশি সাদা-কালো কর্তারা।
???? ????!
Ashish Jha’s late strike helps @RGPunjabFC rescue a point after they let a 2-goal lead slip
The #BlackPanthers scored thrice in a devastating 8-min spell in the 2nd half
??? 3⃣-3⃣ ????#RGPMDSP ⚔️ #LeagueForAll ? #IndianFootball ⚽ #HeroILeague ? pic.twitter.com/T5GkFXSFZ0
— Hero I-League (@ILeagueOfficial) March 10, 2021
খেলার ৩৪ মিনিটে চেঞ্চোর গোলে এগিয়ে যায় রাউন্ডগ্লাস পঞ্জাব। ৪৬ মিনিটে ফের গোল করে ব্যবধান ২-০ করেন চেঞ্চো। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় মহমেডান। ৫৯ মিনিটে ফয়জল আলি আর ৬৪ মিনিটে পেড্রো মানজির গোলে ম্যাচ ২-২ করে মহমেডান। এক মিনিট আজহারউদ্দিনের গোলে ৩-২ এগিয়ে যায় মহমেডান। ৩ পয়েন্ট যখন প্রায় নিশ্চিত, তখনই গোল হজম করলেন হীরা মণ্ডলরা। ৮৮ মিনিটে রাউন্ডগ্লাসের পরিবর্ত ফুটবলার আশিস ঝা গোল করে খেলার ফল ৩-৩ করেন।
ম্যাচ শেষে সাদা-কালো কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেন, ‘মার্চ মাসে দুপুর ২টোয় খেলা। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। শেষ মুহূর্তে গোল হজম না করলে হয়তো ৩ পয়েন্ট নিয়েই ফিরতাম। ওদের মাঝমাঠে একটা অঞ্চলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। ছেলেদের সেটাই বলি। পরিকল্পনামাফিক ওরা সেই জায়গাতেই বলের দখল নেয়।’
?️ @MohammedanSC head coach Sankarlal Chakraborty: Hats off to the guys that they fought back and got the point ?#RGPMDSP ⚔️ #HeroILeague ? #LeagueForAll ? #IndianFootball ⚽ pic.twitter.com/Bj9oPaM715
— Hero I-League (@ILeagueOfficial) March 10, 2021
০-২ গোলে পিছিয়ে পড়ার পর আজহার আর সফিউল রহমানকে নামাতেই খেলায় ফেরে মহমেডান স্পোর্টিং। এ দিকে ৫৫ মিনিটে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন কিংসলে। নাইজেরিয়ান স্টপারকে পরের ম্যাচে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।