দোহা : নায়কের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার স্বপ্ন কোন ফুটবলার না দেখে? আবার তা যদি হয় বিশ্বকাপে (FIFA World Cup 2022) খেলার সুযোগ তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এরকমই এক স্বপ্ন সত্যি হতে চলেছে এক তরুণ ফুটবলারের (Footballer)। স্বপ্ন সত্যি হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা তিনি। কে সেই ভাগ্যবান? তুলে ধরল TV9 Bangla।
আর দু-দিনের অপেক্ষা তারপরই বেজে যাবে মহাযুদ্ধের দামামা। ফুটবলের ময়দানে লড়াই করবে ৩২ টি দেশ। সবার একটাই লক্ষ্য। বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা নিয়ে ফেরা। এ বার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন অনেক তরুণ ফুটবলার। আর তাঁদের মধ্যেই একজন হলেন ব্রাজিলের রড্রিগো। এই ২১ বছরের তরুণ ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। এই প্রথম জাতীয় দল ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। শুধু তাই নয় বিশ্বকাপের ময়দানে তাঁর সতীর্থ নেইমার! যার খেলা দেখে বড় হয়েছেন তিনি। কেরিয়ারের শুরুতে নেইমার খেলেছেন স্থানীয় ক্লাব স্যান্টোসে। সেখানে নিয়মিত নেইমারের খেলা দেখতেন রড্রিগো। ব্রাজিলের ফুটবলার। খুব স্বাভাবিক ভাবে জাতীয় দল তাঁর প্রিয়। ব্রাজিলকে ভালবাসার আরও একটা কারণ যে নেইমার, তা বুঝিয়ে দিয়েছেন এই ইয়ংস্টার।
জাতীয় দলে সুযোগ পেয়ে রড্রিগো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি নেইমারের খেলা দেখে বড় হয়েছি। আর তাঁর সঙ্গে বিশ্বকাপে খেলতে পারব তা কখনও স্বপ্নেও ভাবিনি। তাই ভীষণ খুশি। একটু ভয়েও রয়েছি। তাঁর সঙ্গে মানিয়ে নিতে পারব তো! নেইমারের মতো ফুটবলাররা তরুণদের মনোবল জোগায়। অনেক কিছু শিখেছি তাঁদের খেলা দেখে। আর এবার তাঁদের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার আনন্দ যে কতটা, তা ভাষায় প্রকাশ করতে পারব না।”
নিজের টিম নিয়েও আত্নবিশ্বাসী রড্রিগো। একই সঙ্গে অনান্য টিমও শক্তিশালী বললেন এ কথাও। আগামী ২৫ নভেম্বর বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। আপাতত ইতালির শহর তুরিনে প্রস্তুতি সারছে ব্রাজিল।