Champions League: চেনা ছন্দে লুকাকু, গোল করে ম্যাচ জেতালেন বেলজিয়ান তারকা!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 23, 2023 | 4:10 PM

চোটের কারণে কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। সেই তিনিই গোল করে জেতালেন ইন্টার মিলানকে। লুকাকুর ফর্ম দেখে সন্তুষ্ট ইন্টারের কোচ।

Champions League: চেনা ছন্দে লুকাকু, গোল করে ম্যাচ জেতালেন বেলজিয়ান তারকা!
Image Credit source: Twitter

Follow Us

মিলান: ইন্টার মিলানের (Inter Milan) চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা আরও পরিষ্কার করে দিলেন রোমেলু লুকাকু (Romelo Lukaku)। এফসি পোর্তোর বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোলটি আসে লুকাকুর পা থেকেই। আর সেই গোলের সুবাদেই ১-০ তে ম্যাচ নিজেদের জিতে নেয় সিমোন ইঞ্জাঘির দল। নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে মিলানের হয়ে জালে বল জড়িয়ে দেন লুকাকু। যার ফলস্বরূপ শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে এফসি পোর্তোকে হারিয়ে দিল ইন্টার মিলান। প্রায় গোটা মরসুম জুড়েই চোটে ভুগছেন লুকাকু। গত অগস্ট মাসে শেষ চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছিলেন ২৯ বছরের এই বেলজিয়ান তারকা। এই ম্যাচে গোল করে তিনি দলকে অনেকটাই এগিয়ে দিয়েছেন। যার ফলে দ্বিতীয় লেগের আগে বেশ অনেকটাই এগিয়ে থাকবে ইন্টার মিলান। বিস্তারিত TV9 Bangla-য়।

ম্যাচের শুরুতেই, ১৩ মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়ে যেত ইন্টার মিলান। ফেডেরিকো দিমার্কর দুরন্ত ক্রস থেকে হেড করেছিলেন লাওতারো মার্টিনেজ। কিন্তু হেডটি গোলে রাখতে পারেননি তিনি। যদিও ম্যাচের ৩৭ মিনিটের মাথায় গোল করার একটি সুবর্ণ সুযোগ মিস করেন মার্কো গ্রুজিক। ওটাভিওর পাস থেকে গ্রুজিককে সুন্দর একটি পাস দিয়েছিলেন মাহদি তারেমি।  কিন্তু সেই বলে গ্রুজিকের নেওয়া শট প্রতিহত করতে পারেনি আন্দ্রে ওনানাকে।

ম্যাচের ৭৮ মিনিটের মাথায় পোর্তোর অন্যতম মিডফিল্ডার ওটাভিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফেব্রুয়ারির পর এই প্রথম মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচেও শেষ অবধি থেকে দলকে সহযোগিতা করতে পারলেন না। মাঠ ছাড়তে হল লাল কার্ড দেখে। ঠিক এরপরেই জ্বলে ওঠেন লুকাকু। ৮৬ মিনিটের মাথায় গোল করে ম্যাচ জেতা থেকে কার্যত বের করে দেন ১০ জনের এফসি পোর্তোকে।