TV9 বাংলা ডিজিটাল – দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় বসে ছিলেন সবাই। ৯০ মিনিটের ফুটবল যুদ্ধ হল। কিন্তু ফলাফলটা একপেশে। একদিকে জোড়া গোল করে দলকে জেতালেন রোনাল্ডো (Ronaldo)। অন্যদিকে হতাশ মেসি(Messi) মাঠ ছাড়লেন খালি হাতে।
Always great to return to Spain and to Catalunya, always hard to play in Camp Nou against one of the best teams I ever faced. Today we were a team of Champions! A true, strong and united family! Playing like this, we have nothing to fear until the end of the season… Let’s go! pic.twitter.com/PivPpJ3SLh
— Cristiano Ronaldo (@Cristiano) December 8, 2020
জুভেন্তাসের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ জি’র দ্বিতীয় স্থানে চলে গেল বার্সেলোনা। যদিও অনেকেই বলতে পারেন রোনাল্ডোর দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। কিন্তু তাতে পরিসংখ্যানে বা ম্যাচের ফলাফলে কোনও পরিবর্তন হয়নি। বার্সেলোনা বলের দখল নিয়ে খেলতে চাইলেও,জুভেন্তাস আক্রমনের সুযোগ ছাড়েনি। তাই শেষ হাসিটাও তাদের।
⚽️ 13′ Ronaldo
⚽️ 20′ McKennie
⚽️ 52′ Ronaldoℹ️ Barcelona 0-3 Juventus #UCL pic.twitter.com/JUQMou25st
— UEFA Champions League (@ChampionsLeague) December 8, 2020
ঘরের মাঠে খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পরেছিল বার্সেলোনা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে রোনল্ডো ও ২০ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির গোল জুভেন্তাসকে চালকের আসনে বসিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে আবার পেনাল্টি জুভেন্টাসের, আবার গোল রোনাল্ডোর। ম্যাচ তখনই শেষ। মেসি বা তাঁর দল বর্তমানে যে ফর্মে আছে, তাতে বার্সেলোনা ০-৩ গোলের ধাক্কা সামলে আবার ফিরে আসবে সেটা ভাবার কোনও কারণ ছিল না।
??????? ????????????! ?✅#BarçaJuve #JuveUCL #ForzaJuve pic.twitter.com/hpAQYA7z1O
— JuventusFC (@juventusfcen) December 9, 2020
ফুটবল মহলের প্রশ্ন মেসির এমন খারাপ ফর্মের কারণ কি? অনেকেই বলছেন, বার্সেলোনা থেকে মন উবে গেছে ফুটবল যুবরাজের। তাই মানসিক ভাবে তিনি আর নিজের সেরাটা দিতে পারছেন না।
আরও পড়ুন – চ্যাম্পিয়ন্স লিগে রেফারি বিতর্ক,মাঠ ছাড়লেন ফুটবলাররা
পরিস্থিতি যাই হোক, খারাপ ফর্মে থাকা মেসির পাশেই দাঁড়ালেন রোনাল্ডো। ন্যূ ক্যাম্পে মেসিকে হারিয়েও শান্ত, সিআর সেভেন। বলছেন, ‘আমি আর মেসি শত্রু নই। আমি মেসিকে কখনই প্রতিপক্ষ হিসেবে দেখিনি। নিজের দলের হয়ে সেরাটা দেয় মেসি, যেমনটা আমি করি। আমাদের সম্পর্ক খুবই ভাল।’ যদিও ম্যাচ হারের পর মেসিও কোনও মন্তব্য পাওয়া যায়নি।