Ronaldo on Neymar: ব্রাজিলের বিদায়ে নেইমারের ‘মনের অসুখ’? চিন্তিত রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 15, 2022 | 5:00 PM

FIFA World Cup 2022: মানসিক সুস্থতা যে কোনও ক্রীড়াবিদের জন্যই গুরুত্বপূর্ণ। খেলায় হার-জিত তো থাকবেই। জয়ের পর তারকারা যেমন মেতে ওঠেন সেলিব্রেশনে, তেমনই কোনও ম্যাচে হারলে গভীর যন্ত্রণাও পান ক্রীড়াবিদরা।

Ronaldo on Neymar: ব্রাজিলের বিদায়ে নেইমারের মনের অসুখ? চিন্তিত রোনাল্ডো
FIFA World Cup 2022: ব্রাজিলের বিদায়ে নেইমারের 'মনের অসুখ'? চিন্তিত রোনাল্ডো

Follow Us

রিও ডি জেনেইরো: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) এ বার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কাতারে এসেছিল। ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের ‘মিশন হেক্সা’-র ব্যর্থ হয়েছে। কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে ব্রাজিল টাইব্রেকারে হেরে যাওয়ার পর মাঠের মধ্যেই অঝোরে কাঁদতে দেখা যায় নেইমারকে (Neymar)। ক্রোটদের কাছে হারটা নেইমার একদমই মেনে নিতে পারছিলেন না, তা দেখেই বোঝা যাচ্ছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario) নিশ্চিত ওই ম্যাচে হারের যন্ত্রণা এখনও কুরে কুরে খাচ্ছে নেইমারকে। রোনাল্ডোর মতে, তার জন্য নেইমারের মনোবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। নেইমারকে নিয়ে রোনাল্ডোর চিন্তার কারণ, তুলে ধরল TV9Bangla

মানসিক সুস্থতা যে কোনও ক্রীড়াবিদের জন্যই গুরুত্বপূর্ণ। খেলায় হার-জিত তো থাকবেই। জয়ের পর তারকারা যেমন মেতে ওঠেন সেলিব্রেশনে, তেমনই কোনও ম্যাচে হারলে গভীর যন্ত্রণাও পান ক্রীড়াবিদরা। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারটা কতটা যন্ত্রণাদায়ক তা জানান নেইমার। ব্রাজিলিয়ান এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন নেইমারের প্রয়োজন মানসিক চাপ কমানোর জন্য মনোবিদের দারস্থ হওয়া। তিনি বলেন, “চাপ কমানোর জন্য আমি নেইমারকে মনোবিদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেব।”

একইসঙ্গে রোনাল্ডো বলেন, “মানসিক চাপ যে কোনও মানুষের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। আমাদের সকলেরই এই দিকটিতে নজর দেওয়া প্রয়োজন। নেইমার আবার ফিরে আসবে, আগের মতো প্যাশন নিয়ে, আগের মতো শক্তি নিয়ে। তবে তার আগে আমি মানসিক বিষয়টির দিকে খেয়াল রাখতে বলব।”

উল্লেখ্য, কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ অবধি স্কোরলাইন ছিল ১-১। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় ক্রোয়েশিয়া। যদিও ফাইনালে ওঠা হয়নি লুকা মদ্রিচদের। লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় গত বারের রানার্সরা।

 

Next Article