হ্যাপি অ্যানিভার্সারি রয়-নাজিয়া

Feb 03, 2021 | 3:44 PM

স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসা বরাবরের। তাতে কোনও লুকোছাপা করেন না ফিজির এই স্ট্রাইকার। দেখতে দেখতে বিয়ের ৩ বছর পূর্ণ করে ফেললেন রয় কৃষ্ণা (Roy Krishna) ও নাজিয়া (Naziah Ali)। ২০১৮ সালে ফিজির সাংবাদিক নাজিয়ার সঙ্গে রয় কৃষ্ণা গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছেন রয়। গোল করে মাঝে মাঝে স্ত্রীকে উৎসর্গও করেন তিনি। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কৃষ্ণা-নাজিয়া ইন্সটাগ্রাম স্টোরিতে ভিডিয়ো ও ছবি দেন।

1 / 5
গোয়ার হোটেলে স্ত্রী নাজিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন রয় কৃষ্ণা।

গোয়ার হোটেলে স্ত্রী নাজিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন রয় কৃষ্ণা।

2 / 5
ইন্সটা স্টোরিতে রয় লেখেন,"হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ"।

ইন্সটা স্টোরিতে রয় লেখেন,"হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ"।

3 / 5
বিয়ের ৩ বছর পূর্ণ করে ফেললেন রয় কৃষ্ণা ও নাজিয়া।

বিয়ের ৩ বছর পূর্ণ করে ফেললেন রয় কৃষ্ণা ও নাজিয়া।

4 / 5
খোশমেজাজে রয়-নাজিয়া।

খোশমেজাজে রয়-নাজিয়া।

5 / 5
নীল সীমানার পাড়ে দম্পতি। (সৌজন্যে- রয় কৃষ্ণা ও নাজিয়া ইন্সটাগ্রাম)

নীল সীমানার পাড়ে দম্পতি। (সৌজন্যে- রয় কৃষ্ণা ও নাজিয়া ইন্সটাগ্রাম)

Next Photo Gallery