Sachin Tendulkar : ‘ইস্পাত কঠিন স্নায়ু’, সুনীলদের জয়ে দারুণ প্রশংসা ক্রিকেট ঈশ্বরের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 05, 2023 | 4:56 PM

নবম সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে এসেছে ভারতের। সারা দেশ সুনীল ছেত্রীদের বন্দনায় রত। ভারতীয় ফুটবল টিমের এই সাফল্যে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

Sachin Tendulkar : ইস্পাত কঠিন স্নায়ু, সুনীলদের জয়ে দারুণ প্রশংসা ক্রিকেট ঈশ্বরের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ফাইনাল ম্যাচ বোধহয় এমনই হওয়া উচিত। মঙ্গলবারের ভারত বনাম কুয়েত সাফ চ্যাম্পিয়নশিপে রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থাকল ফুটবল জনতা। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল মেলেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফয়সালা না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। জয়ের খুব কাছে এসেও উদান্ত সিং শট মিস করায় সাডেন ডেথে ম্যাচ গড়ায়। গুরপ্রীত সিং সান্ধু কুয়েত অধিনায়কের শট আটকে দিতেই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে জিতে যায় ভারত। এমন কঠিন মুহূর্তে স্নায়ুর চাপ সামলে সেরাটা উজাড় করে দেওয়া মুখের কথা নয়। ২২ গজে এমন অনেক টানটান মুহূর্তের সাক্ষী থেকেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুনীল, সান্ধুদের ইস্পাত কঠিন স্নায়ুর প্রশংসা করেছেন সচিন। টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বর্তমান ভারতীয় ফুটবল দল মোটেও অল্পতে ভেঙে পড়ার মতো নয়। দলে রয়েছেন অভিজ্ঞ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানরা। একইসঙ্গে একঝাঁক তরুণ ফুটবলার। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে হার না মানা মনোভাবে দীক্ষিত গোটা দল। মঙ্গলবার রাতে সাফ ফাইনালে তারই সুফল পেয়েছে ভারত। ম্যাচে ১৪ মিনিটে প্রথমেই পিছিয়ে পড়েছিলেন সুনীলরা। প্রধমার্ধেই সমতা ফেরান ছাংতে। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গুরপ্রীত সিং সান্ধুর দুটি অসাধারণ সেভ ম্যাচের ভাগ্য গড়ে দেয়। টাইব্রেকারে গুরপ্রীত প্রথম শট আটকে দেওয়ায় এগিয়ে ছিল ভারত। এরপর সাডেন ডেথে কুয়েতের ক্যাপ্টেনের শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু। ম্যাচের ফলাফল যে কোনও দিকে গড়াতে পারত। ভারতীয় দলের শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা সাধারণ ফুটবলপ্রেমী থেকে ক্রীড়াবিদদের মন জয় করে নিয়েছে। ২২ গজের ‘ভগবান’ ও প্রশংসা না করে থাকতে পারেননি।

সচিন তেন্ডুলকর টুইটারে লিখেছেন, “শক্তি, সংকল্প এবং ইস্পাত কঠিন স্নায়ুর জোরে কী অসাধারণ প্রদর্শন! ভারতীয় ফুটবল দলকে অনেক শুভেচ্ছা।” এই নিয়ে ১৩ বার ফাইনাল খেলে নবম বার সাফ চ্যাম্পিয়ন হল ভারত। একই সঙ্গে ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়েছেন সুনীল ছেত্রীরা।

Next Article