এক ডজন ম্যাচে অপরাজিত ভারত। এর মধ্যে ১১টি জয়। একটি মাত্র ড্র ইন্টারকন্টিনেন্টাল কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে। গত ১২ ম্যাচে এই হল ভারতের পারফরম্যান্স। ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বার নজরে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দু-ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও কুয়েত। গোল পার্থক্যে গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে কুয়েত। আজ যে জিতবে সেই গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যাবে। ভারতের নজরে আরও একটা ক্লিনশিট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports–এর এই প্রতিবেদনে।
ইন্টারকন্টিনেন্টাল কাপে একটিও গোল না খেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে হারিয়েছে শক্তিশালী লেবাননকে। সবটাই অতীত। সাফ চ্যাম্পিয়নশিপেও প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে দুরমুশ করেছে ভারত। গত ম্যাচে নেপালের বিরুদ্ধে ২-০ জয়। গত ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোল করেছেন তরুণ স্ট্রাইকার নাওরেম মহেশ। ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে, ক্লিনশিট বজায় রাখা।
সন্দেশ ঝিংগান এবং তরুণ আনোয়ার আলি সেন্ট্রাল ডিফেন্সে অনবদ্য পারফর্ম করছেন। তাদের যোগ্য সঙ্গ দিচ্ছেন। প্রীতম কোটাল, সুভাশিষ, নিখল পূজারিরাও। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আপাতত বড় পরীক্ষা আজ। ফিফা ক্রমতালিকায় কুয়েত অনেকটাই পিছিয়ে। তবে গত দুই ম্যাচে তাদের পারফরম্যান্স নজর কাড়ার মতোই। ভারত প্রথম দু-ম্যাচে করেছে ৬ গোল। কুয়েত ৭ গোল করেছে। তবে কুয়েত এক গোল খেয়েওছে।
ভারতীয় দল আত্মবিশ্বাসের তুঙ্গে। শিবিরে স্বস্তির খবর, এই ম্যাচে টেকনিকাল এরিয়ায় থাকতে পারবেন হেড কোচ ইগর স্টিমাচ। পাকিস্তান ম্যাচে রেড কার্ড দেখায় বাকি সময় এবং নেপালের বিরুদ্ধে বেঞ্চে ছিলেন না স্টিমাচ। কুয়েতের বিরুদ্ধে নামার আগে কোচ বলছেন, ‘এই ম্যাচে জিতলে সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ থাকবে। এটিও আমাদের কাছে আরও একটি ম্যাচ এবং অবশ্যই জেতার লক্ষ্যে নামব। আমাদের সবচেয়ে জরুরি লক্ষ্য ক্লিনশিট বজায় রাখা।’ টানা খেলছেন অধিনায়ক সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে শুরু থেকে হয়তো খেলবেন না অধিনায়ক। তরুণ ফুটবলারদের ওপর বাড়তি দায়িত্ব এবং সুযোগ থাকছে দক্ষতা প্রমাণের।
ভারত বনাম কুয়েত, সন্ধে ৭.৩০, ফ্যানকোড ও ডিডি স্পোর্টসে সরাসরি