India vs Nepal: পথ দেখালেন সুনীল, সাফের সেমিফাইনালে ভারত

Jun 24, 2023 | 10:06 PM

SAFF Football 2023: নেপালের বিরুদ্ধে হার কিংবা ড্র মানেই অপেক্ষা বাড়ত সেমিফাইনালের। জিতলে শেষ চার নিশ্চিত ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকায় চাপ বাড়ছিল। পরিস্থিতি বদলে দিলেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী।

India vs Nepal: পথ দেখালেন সুনীল, সাফের সেমিফাইনালে ভারত
Image Credit source: twitter

Follow Us

সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় কুয়েত। ফলে ভারতীয় শিবিরে কিছুটা হলেও চাপ ছিল। নেপালের বিরুদ্ধে হার কিংবা ড্র মানেই অপেক্ষা বাড়ত সেমিফাইনালের। জিতলে শেষ চার নিশ্চিত ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকায় চাপ বাড়ছিল। পরিস্থিতি বদলে দিলেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী। তিনি পথ দেখালেন, নেপালকে ২-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে অবশ্য শুরুতেই গোলের দেখা মিলেছিল। ইগর স্টিমাচের কোচিংয়ে এই ম্যাচের আগে চার বার নেপালের মুখোমুখি হয়েছিল ভারত। এর মধ্যে তিনটি জয় ও একটি ড্র ছিল। পঞ্চম সাক্ষাতে জয় এল ২-০ ব্যবধানে। তবে গোলের জন্য অপেক্ষা করতে হল ৬১ মিনিট। গত ম্যাচের একাদশে আটটি পরিবর্তন করেছিল ভারত।

আক্রমণ হচ্ছে কিন্তু গোল হচ্ছে না। এমন পরিস্থিতিই বারবার তৈরি হল। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে দু-দল। অবশেষে ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল। বাঁ দিক থেকে আক্রমণে উঠেছিলেন নাওরেম মহেশ। নেপাল বক্সে তাঁর পাস ধরেন আনমার্কড সুনীল ছেত্রী। এমন সুযোগ কাজে লাগাবেন, সুনীলের থেকে এমনটাই প্রত্যাশিত। আন্তর্জাতিক ফুটবলে ৯১ তম গোল ভারত অধিনায়কের।

নেপাল ০ ভারত ২ (সুনীল, মহেশ)

নেপাল-ভারত ম্যাচেও প্লেয়ারদের মেজাজ হারানোর মুহূর্ত দেখা গেল। দু-দলের ফুটবলাররাই হঠাৎই হাতাহাতিতে জড়ান। রাহুল বেকে এবং নেপালের ১০ নম্বর জার্সি বিমল মাগারের ট্যাকল। উঠেই বিমলের দিকে তেড়ে যান রাহুল। সেই থেকেই সাময়িক উত্তেজনা। মুহূর্তের মধ্যেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মলদ্বীপের রেফারি।

ভারতীয় দলের দ্বিতীয় গোল নাওরেম মহেশের। সাহাল আব্দুল সামাদ পাস বাড়িয়েছিলেন অধিনায়ক সুনীলকে। তিনি শটও নেন। নেপাল গোলরক্ষক কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বল তাঁর হাতে লেগে ক্রসবারে লাগে। যদিও তা বাইরে যায়নি। বল নীচে পড়তেই গোল মহেশের। টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত। এ বার লক্ষ্য থাকবে গ্রুপ সেরা হওয়ায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কুয়েত।

Next Article