ISL 2022-23: নর্থ ইস্ট ম্যাচের জয়ই আমাদের মনোবল বাড়িয়েছে: সার্থক

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 27, 2022 | 8:12 PM

আইএসএলের প্রথম দুই ম্যাচে হারলেও, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। ওই একটা জয়ই বড় ম্যাচের আগে মনোবল বাড়িয়ে দিয়েছে লাল-হলুদ শিবিরের।

ISL 2022-23: নর্থ ইস্ট ম্যাচের জয়ই আমাদের মনোবল বাড়িয়েছে: সার্থক
Image Credit source: East Bengal

Follow Us

কলকাতা: শেষ তিন বছর ধরে বড় ম্যাচে একই ছবি। ২০১৯ সাল থেকে ডার্বি হারছে ইস্টবেঙ্গল (East Bengal)। এ বছরও ডুরান্ড কাপে শূন্য হাতে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল কনস্ট্যান্টাইনের ছেলেদের। শনিবার আর একটা বড় ম্যাচ। আবারও উন্মাদনার জোয়ারে গা ভাসিয়েছেন সমর্থকরা। তবে বড় ম্যাচের আতঙ্ক এবার ভুলতে চান সমর্থকরা। ডার্বিতে (Kolkata Derby) প্রিয় দলের হার দেখতে অভ্যাসে পরিণত হওয়া লাল-হলুদ জনতা এ বার জয়ের সরণিতে ফিরতে চান। শনিবারের যুবভারতীতে সমস্ত হিসেব উল্টে দিতে তৈরি স্টিফেনের ছেলেরাও। আইএসএলের (ISL 2022-23) প্রথম দুই ম্যাচে হারলেও, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। ওই একটা জয়ই বড় ম্যাচের আগে মনোবল বাড়িয়ে দিয়েছে লাল-হলুদ শিবিরের। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সার্থক গোলুই সেই কথা স্বীকারও করলেন। কী বললেন তিনি? জেনে নিন TV9 Bangla এই প্রতিবেদনে।

লাল-হলুদের বাঙালি রাইট ব্যাক বললেন, ‘নর্থ ইস্ট ম্যাচের জয়ই আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। পজিটিভ ভাবনা নিয়ে ই আমরা মাঠে নামতে তৈরি। আমরা জানি বড় ম্যাচের গুরুত্ব। আশা করি, শনিবার সমর্থকদের মান রাখতে পারব।’  ধারে ভারে মোহনবাগান এগিয়ে। এই প্রসঙ্গে সার্থক বলেন, ‘এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। ওই দিনে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে।’

কোভিডের কারণে শেষ দু’বছর ডার্বি হয়েছে গোয়াতে। দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে ডার্বি। এ বারের ছবিটা একেবারে আলাদা। যুবভারতীতে আইএসএলের প্রথম বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই এই ডার্বির গুরুত্ব অনেকটা আলাদা।

ডার্বির ৪৮ ঘণ্টা আগে ঘণ্টা দেড়েক কড়া অনুশীলন করে ইস্টবেঙ্গল। মোহনবাগানের রক্ষণ ভাঙতে সব রকম রণকৌশল সাজিয়ে ফেলেছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। সবুজ-মেরুনের হেভিওয়েট আক্রমণ রুখতেও সজাগ লাল-হলুদ কোচ। এলিয়ান্দ্রো চোট সারিয়ে সুস্থ। তবে তাঁকে ব্যবহার না করার সম্ভাবনাই বেশি। ক্লেটন সিলভা, ডহার্তি কিরিয়াকু, ইভানদের উপরেই আস্থা রাখছেন কনস্ট্যান্টাইন। লিমাকে শুরু থেকে ব্যবহার করবেন কিনা তা ম্যাচের দিনই ঠিক করবেন কনস্ট্যান্টাইন। দীপাবলির সেলিব্রেশনটা আপাতত তুলে রেখেছেন সার্থকরা। শনিবারের বড় ম্যাচ জিতেই সমর্থকদের হৃদয়ে আলো জ্বালাতে চায় মশাল বাহিনী।