ISL 2021-22: লাস্ট বয় গোয়াকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্যে মানোলো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 07, 2021 | 9:16 AM

কোচ দিয়াজ বলছেন, 'একটা ক্লিনশিট দরকার ছিল। যত ম্যাচ এগোচ্ছে, আমাদের দল তত উন্নতি করছে। দলের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ছে।' একই সঙ্গে রিয়াল মাদ্রিদ 'বি' টিমের প্রাক্তন হেডস্যার বলেন, '৩দিন অন্তর ম্যাচ। তাই পুরো দলকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। টানা ৩ ম্যাচে একই দল খেলাতে পারি না। গোয়ার আর্দ্রতাও অনেক ফ্যাক্টর। ফুটবলারদের পক্ষে মানিয়ে নেওয়াটা কঠিন।'

ISL 2021-22: লাস্ট বয় গোয়াকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্যে মানোলো
এসসি ইস্টবেঙ্গল। ছবি: SCEB Media

Follow Us

ভাস্কো: চারটে ম্যাচ গড়িয়ে গেলেও এখনও জয়ের দেখা পায়নি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। আজ সন্ধেয় তিলক ময়দানে লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। লিগ টেবিলের লাস্ট বয়ের বিরুদ্ধে ম্যাচ। চলতি লিগে একটা ম্যাচেও জেতেনি গোয়া। এদু বেদিয়াদের হারালেই লিগে প্রথম জয়ের দেখা পাবেন মানোলো দিয়াজ (Manuel Diaz)।

এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে লাল-হলুদের স্প্যানিশ কোচের চিন্তা বাড়িয়েছে মহম্মদ রফিক (Mohammed Rafique) আর ড্যারেন সিডুলের (Darren Sidoel) চোট। আজকের ম্যাচে দুই ফুটবলারই অনিশ্চিত। রফিকের পরিবর্তে কোচ কাকে খেলাবেন তা ম্যাচের আগেই ঠিক করবেন। আদিল খানকে (Adil Khan) পরিবর্ত হিসেবে মাঠে নামালেও শুরু থেকে এখনও খেলাননি। এফসি গোয়ার বিরুদ্ধে শুরু থেকে আদিলকে খেলানোর ভাবনা রয়েছে দিয়াজের। ৩টে ম্যাচ খেলার পরও একটা পয়েন্টও সংগ্রহ করতে পারেনি এফসি গোয়া। এই সুযোগটাই নিতে চাইছেন দিয়াজ। তাই আক্রমণে বিশেষ নজর লাল-হলুদ কোচের।

 

 

প্রথম তিন ম্যাচে মোট ১০ গোল হজম করলেও চেন্নাইয়িনের বিরুদ্ধে কোনও গোল হজম করেনি এসসি ইস্টবেঙ্গল। অনিরুদ্ধ থাপাদের বিরুদ্ধে ১ পয়েন্ট দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়েছে। কোচ দিয়াজ বলছেন, ‘একটা ক্লিনশিট দরকার ছিল। যত ম্যাচ এগোচ্ছে, আমাদের দল তত উন্নতি করছে। দলের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ছে।’ একই সঙ্গে রিয়াল মাদ্রিদ ‘বি’ টিমের প্রাক্তন হেডস্যার বলেন, ‘৩দিন অন্তর ম্যাচ। তাই পুরো দলকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। টানা ৩ ম্যাচে একই দল খেলাতে পারি না। গোয়ার আর্দ্রতাও অনেক ফ্যাক্টর। ফুটবলারদের পক্ষে মানিয়ে নেওয়াটা কঠিন।’

অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। তবে আশা করা হচ্ছে, রবিবারের কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে ফিট হতে পারেন তিনি। জ্যাকিচাঁদ সিং আর অঙ্কিত মুখোপাধ্যায় কবে চোট সারিয়ে মাঠে ফিরবেন তা নিশ্চিত ভাবে বলতে পারছেন না লাল-হলুদ কোচ। তবে সেসব ভুলে ৩ পয়েন্টেই এখন পাখির চোখ দিয়াজের। কারণ, এই গোয়াকে হারাতে না পারলে চাপ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: Jasprit Bumrah Birthday: ২৮-এ পা দিলেন জশপ্রীত বুমরা

Next Article