SC East Bengal: রক্ষণকে নির্ভরতা দেওয়ার বার্তা নয়া বিদেশি টমিস্লাভের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 14, 2021 | 4:46 PM

লাল-হলুদে সই করে অস্ট্রেলিয়ার (Australia) ডিফেন্ডার বলেন, 'এসসি ইস্টবেঙ্গলে সই করায় খুব খুশি। ক্লাবের সম্বন্ধে অনেক গৌরবগাঁথা ইতিহাস শোনার পরই সই করার সিদ্ধান্ত নিই। আমার অনেক বন্ধুই ভারতে খেলে গিয়েছেন। তাদের কাছ থেকে এই ক্লাবের ব্যাপারে অনেক কথা শুনেছি। বুঝতে পেরেছি বিশ্বে ইস্টবেঙ্গলের প্রভাব কত বড়।'

SC East Bengal: রক্ষণকে নির্ভরতা দেওয়ার বার্তা নয়া বিদেশি টমিস্লাভের
লাল-হলুদে নতুন বিদেশি টমিস্লাভ। ছবি: এসসি ইস্টবেঙ্গল

Follow Us

কলকাতা: এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) চূড়ান্ত হল দ্বিতীয় বিদেশি। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলাকে (Tomislav Mrcela) সই করাল লাল-হলুদ। অস্ট্রেলিয়া (Australia) এবং ক্রোয়েশিয়ার (Croatia) দ্বৈত নাগরিকত্ব আছে তাঁর। অস্ট্রেলিয়ার লিগে খেলা ৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘকায় এই ফুটবলারকে এ বার দেখা যাবে আইএসএলে খেলতে।
২০১৮ সালে এ লিগের ক্লাব পার্থ গ্লোরিতে (Perth Glory) ২ বছরের চুক্তিতে সই করেছিলেন টমিস্লাভ। সেই ক্লাবের হয়ে ২টো ম্যাচও খেলেছেন তিনি। পার্থ গ্লোরির হয়ে অস্ট্রেলিয়ান লিগও চ্যাম্পিয়ন হয়েছেন। এশিয়ান কোটাতে এ বারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলবেন টমিস্লাভ।

লাল-হলুদে সই করে অস্ট্রেলিয়ার (Australia) ডিফেন্ডার বলেন, ‘এসসি ইস্টবেঙ্গলে সই করায় খুব খুশি। ক্লাবের সম্বন্ধে অনেক গৌরবগাঁথা ইতিহাস শোনার পরই সই করার সিদ্ধান্ত নিই। আমার অনেক বন্ধুই ভারতে খেলে গিয়েছেন। তাদের কাছ থেকে এই ক্লাবের ব্যাপারে অনেক কথা শুনেছি। বুঝতে পেরেছি বিশ্বে ইস্টবেঙ্গলের প্রভাব কত বড়।’

 

এর সঙ্গে যোগ করে তিনি বলেন, ‘দলের রক্ষণভাগের প্রাণকেন্দ্রে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। একই সঙ্গে ড্রেসিংরুমের যত্নও নিতে চাই। দলের পরিবেশই সাফল্যের হাতিয়ার। দলের জন্য নিজের সবটা উজাড় করে দিতে চাই। ক্লাবের সমর্থকদের ব্যাপারে অনেক কথা শুনেছি। ওরা গ্যালারিতে না থাকতে পারায় কিছুটা আক্ষেপ তো আছেই। তবে তাদের খুশি রাখার দায়িত্ব আমাদের। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’
অস্ট্রেলিয়ার পারথে জন্মালেও টমিস্লাভের বেড়ে ওঠা ক্রোয়েশিয়ায়। সেখানকার স্থানীয় এক অ্যাকাডেমি থেকেই ফুটবল শুরু করেন টমিস্লাভ। ক্রোয়েশিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০১৮ সালে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কিরঘিজস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ২৩ জনের দলে ডাক পান এই দীর্ঘকায় ডিফেন্ডার।

 

আরও পড়ুন: IPL 2021: করোনার থাবায় ভয় পেয়ে গিয়েছিলাম: ম্যাকালাম

Next Article