রেফারিংয়ে অসন্তুষ্ট ইস্টবেঙ্গল চিঠি পাঠাল ফেডারেশনকে

sushovan mukherjee |

Jan 07, 2021 | 8:09 PM

এসসি ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, ড্যানি ফক্সকে লালকার্ডের ফুটেজ ফিফায় পাঠানো হোক।

রেফারিংয়ে অসন্তুষ্ট ইস্টবেঙ্গল চিঠি পাঠাল ফেডারেশনকে
আইএসএলে রেফারিং নিয়ে অসন্তুষ্ট লাল-হলুদ। ছবি-টুইটার।

Follow Us

কলকাতা : ক্রমাগত খারাপ রেফারিংয়ের শিকার হয়ে ফেডারেশনের দ্বারস্থ হল এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের শুরু থেকেই একের পর এক ম্যাচে খারাপ রেফারিংয়ের সম্মুখীন হতে হয়েছে লাল-হলুদকে। এসসি ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, বেশ কয়েকটা ক্ষেত্রে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন জামশেদপুর এফসি ম্যাচ। বুধবার এফসি গোয়া ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় লাল-হলুদ অধিনায়ক ড্যানি ফক্সকে। অন্যদিকে, এফসি গোয়ার ফুটবলার খারাপ ফাউল করা সত্বেও কার্ড বের করেননি রেফারি। ক্ষুব্ধ লাল-হলুদ কর্তারা বৃহস্পতিবারই রেফারিং নিয়ে অভিযোগ দায়ের করেন ফেডারেশনের কাছে। চিঠি দেওয়া হয়েছে এফএসডিএলকেও।

এসসি ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, ড্যানি ফক্সকে লালকার্ডের ফুটেজ ফিফায় পাঠানো হোক। জানা হোক, ওটা আদৌ লালকার্ড ছিল কিনা। একধাপ এগিয়ে এসসি ইস্টবেঙ্গল কর্তাদের অভিযোগ, লালকার্ডের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রভাবিত করা হয়েছিল রেফারিকে। ফুটেজে পরিষ্কার যে, রেফারি সিদ্ধান্ত নেওয়ার সময় গোয়ার কোচ কথা বলেছিলেন লাইন্সম্যানের সঙ্গে। এসসি ইস্টবেঙ্গলের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন ফেডারেশন সচিব কুশল দাস। তবে ফেডারেশন কর্তাদের কাছে খুব একটা গুরুত্ব পাচ্ছে না সেই চিঠি। ফেডারেশন সচিব বলছেন, “প্রতি বছরই বিভিন্ন ক্লাবের কাছে এমন চিঠি আসে। আমরা এই চিঠি রেফারিজ বিভাগকে পাঠিয়ে দিচ্ছি।”

আরও পড়ুন:৩০০ রানের মধ্যে শেষ করুক অস্ট্রেলিয়াকে

মাঠের বাইরের এই ইস্যুকে বাদ দিলে ব্রাইট এনোবাখারকে নিয়ে মজে আছে ইস্টবেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের বিশ্বমানের গোল করেছেন। ব্রাইটের গোলের সঙ্গে দেবজিৎ মজুমদারের অনবদ্য কিপিংও তৃপ্তি দিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে।

Next Article