গোল পেলেন না রোনাল্ডো, লিগে প্রথম হার জুভেন্তাসের

চলতি মরসুমে তারা ছিল অপরাজিত। মঙ্গলবার রাতে জুভেন্তাসের অপরাজিত থাকার তকমা কেড়ে নিল ফিওরেন্তিনা। ঘরের মাঠে রোনাল্ডোদের হারতে হল ০-৩ গোলে। ৯০ মিনিট মাঠে থেকেও গোল পেলেন না সিআর সেভেন।

| Updated on: Dec 23, 2020 | 1:37 PM
ম্যাচের ৩ মিনিটে গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন স্ট্রাইকার দুসান।

ম্যাচের ৩ মিনিটে গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন স্ট্রাইকার দুসান।

1 / 5
১৮ মিনিটে কুয়াদ্রাদো লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে হয় জুভেন্তাসকে।

১৮ মিনিটে কুয়াদ্রাদো লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে হয় জুভেন্তাসকে।

2 / 5
ডিফেন্ডার বোনুচ্চির ভুলে ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে জুভে।

ডিফেন্ডার বোনুচ্চির ভুলে ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে জুভে।

3 / 5
ফিওরেন্তিনার হয়ে ৮১ মিনিটে জয়সূচক গোল করেন মার্টিন কাসেরেস।

ফিওরেন্তিনার হয়ে ৮১ মিনিটে জয়সূচক গোল করেন মার্টিন কাসেরেস।

4 / 5
৯০ মিনিট মাঠে থাকলেও গোল পেলেন না রোনাল্ডো। (ছবি - টুইটার)

৯০ মিনিট মাঠে থাকলেও গোল পেলেন না রোনাল্ডো। (ছবি - টুইটার)

5 / 5
Follow Us: