Pique and Shakira: গান গেয়ে পিকের পরকীয়ার গল্প শোনাতে চান শাকিরা

এবার গান গেয়ে পিকের সঙ্গে বিচ্ছেদের গল্প শোনাতে চান পপ তারকা শাকিরা।

Pique and Shakira: গান গেয়ে পিকের পরকীয়ার গল্প শোনাতে চান শাকিরা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 10:27 AM

নিউইয়র্ক: দুটি ভিন্ন ক্ষেত্রের মানুষেরা সম্পর্ক বাঁধেন। অনেকের সম্পর্ক টিকে যায়, অনেকে ইতি টানেন। যেমন বিরাট কোহলি – অনুষ্কা শর্মা, রোনাল্ডো – জর্জিনা এঁদের কথা সকলেই জানেন। এরকমই আর এক জুটি ছিলেন পপ তারকা শাকিরা (Shakira) এবং ফুটবলার জেরার্ড পিকে (Gerard Pique)। ইতিমধ্যেই সম্পর্কে ইতি টেনেছেন শাকিরা এবং পিকে। গত বছরের জুন মাস নাগাদ তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।বিচ্ছেদের কারণ হিসেবে পিকে আগেই শাকিরাকে দোষারোপ করেছিলেন তিনি। এবার মুখ খুললেন শাকিরা। সম্প্রতি একটি টক শোয়ে এ বিষয়ে মুখ খেলেছেন তিনি। বিচ্ছেদের কারণ হিসেবে কী বলছেন ৪৬ বছরের এই কলম্বিয়ান পপ তারকা? জানুন TV9 Bangla র এই প্রতিবেদনে।

সম্প্রতি আর্জেন্টাইন ডিজে এবং রেকর্ড প্রযোজক বিজরাপের সঙ্গে একটি গান গেয়েছেন শাকিরা। সেই গানে পিকের সঙ্গে বিচ্ছেদের কারণ উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে শাকিরা বলেন, “পিকের সঙ্গে বিচ্ছেদের পর গত বছর আমার খুব খারাপ কেটেছে। তাই এই গানটি লেখা খুবই প্রয়োজন ছিল। আমার মানসিক অবস্থান সম্পর্কে সকলকে জানানোর খুব সহজ রাস্তা এটি। কিন্তু গানটি রিলিজ হওয়ার পর আমি বুঝতে পারি আমার কোনও ভক্ত বা ফ্যান ফলোয়িং নেই। আমি মনে করি পৃথিবীতে আমার মত অনেক মহিলা আছেন যারা আমার মত ভাবেন, আমার মত অনুভব করেন। তবে গানটি আমি আমার জন্যেই লিখেছিলাম। কিন্তু পরে বুঝলাম এই গানটি অনেকের ক্ষেত্রেই উপযুক্ত।”

কিছুদিন আগেই প্রথমবার পিকের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খুলেছেন শাকিরা। বলেছেন তিনি নিজের উপর মনোনিবেশ করতে চান। তিনি বলেন, “আমাকে এটা মেনে নিতেই হবে যে মানসিকভাবে আমি পুরুষদের উপর নির্ভরশীল। আমি ভালোবাসায় ছিলাম। মনে করতাম পুরুষ ছাড়া কোনও নারী সম্পূর্ণ নয়। তবে সে ধারণা এখন আমার আর নেই। আমি বুঝতে শিখেছি এবং এটাও বুঝছি আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারব।”

প্রসঙ্গত, গত বছর জুন মাসে শাকিরা এবং পিকে যৌথভাবে একটি পোস্ট করে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। ভক্তদের কাছে দুই ছেলের মঙ্গল কামনা করে সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন এই দুই তারকা। বার্সেলোনার হয়ে ৬৬৮ টি ম্যাচ খেলেছেন পিকে। যার মধ্যে ৫৬ টি গোল রয়েছে এই ডিফেন্ডারের। অন্যদিকে পপ সঙ্গীত জগতের খ্যাতনামা গায়িকা শাকিরা ২০১০ সালের ফিফা বিশ্বকাপের অ্যান্থেম গেয়ে বিখ্যাত হয়েছিলেন।