মেসিকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

Jan 14, 2021 | 1:33 PM

বুধবার স্প্যানিশ সুপার কাপের (Spanish Supercup) সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে (Real Sociedad ) টাইব্রেকারে ৩-২ গোলে হারাল বার্সেলোনা (Barcelona)। চোটের কারণে এদিনের ম্যাচে খেলতে পারেননি মেসি । নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ।

1 / 5
৩৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফ্র্যাঙ্কি ডি জঙ। (ছবি-বার্সেলোনা টুইটার)

৩৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফ্র্যাঙ্কি ডি জঙ। (ছবি-বার্সেলোনা টুইটার)

2 / 5
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল। (ছবি-রিয়াল সোসিয়েদাদ টুইটার)

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল। (ছবি-রিয়াল সোসিয়েদাদ টুইটার)

3 / 5
টাইব্রেকারে দুটি পেনাল্টি শট বাঁচান বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। (ছবি-বার্সেলোনা টুইটার)

টাইব্রেকারে দুটি পেনাল্টি শট বাঁচান বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। (ছবি-বার্সেলোনা টুইটার)

4 / 5
রিকুই পুচ পঞ্চম পেনাল্টি শটে জয় এনে দেয় বার্সেলোনাকে। (ছবি-বার্সেলোনা টুইটার)

রিকুই পুচ পঞ্চম পেনাল্টি শটে জয় এনে দেয় বার্সেলোনাকে। (ছবি-বার্সেলোনা টুইটার)

5 / 5
 রবিবার ফাইনালে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। (ছবি-বার্সেলোনা টুইটার)

রবিবার ফাইনালে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। (ছবি-বার্সেলোনা টুইটার)

Next Photo Gallery