Mohun Bagan: যুবভারতীর সাধারণ গ্যালারিতে বসেই খেলা দেখলেন সৃঞ্জয় বসু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 18, 2022 | 5:36 PM

সদস্য টিকিটেই সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখেন সৃঞ্জয় বসু। কিন্তু তিনি চাইলে তো ভিআইপি গ্যালারির টিকিটে খেলা দেখতেই পারতেন। তবে সেই রাস্তায় না হেঁটে সাধারণ গ্যালারিতেই খেলা দেখলেন বাগানের একদা দাপুটে কর্তা।

Mohun Bagan: যুবভারতীর সাধারণ গ্যালারিতে বসেই খেলা দেখলেন সৃঞ্জয় বসু
Mohun Bagan: যুবভারতীর সাধারণ গ্যালারিতে বসেই খেলা দেখলেন সৃঞ্জয় বসু

Follow Us

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) আর সৃঞ্জয় বসুর (Srinjay Bose) সম্পর্কটা আলাদা করে বোঝানোর কিছু নেই। মোহনবাগানের সচিব পদ ছেড়েছেন অনেক মাস হয়ে গেল। এমনকি বর্তমান কার্যকরী কমিটিতেও নেই। তবু প্রিয় দলের খেলা থাকলে মিস করেন না। মাঠে, নয় টিভিতে চোখ রাখেন। এএফসি কাপ অভিযানে নেমেছে এটিকে মোহনবাগান। প্রিয় দলের খেলা কাছ থেকে দেখবে না, তা তো হতে পারে না। গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে ম্যাচ দেখতে মাঠে আসেন বাগানের প্রাক্তন সচিব। তবে ভিআইপি গ্যালারিতে নয়। সাধারণ গ্যালারিতে বসেই প্রিয় দলের খেলার দেখলেন সৃঞ্জয় বসু।

এর আগে কলকাতা লিগে নিজেদের মাঠে খেলার সময়, সদস্য গ্যালারিতে বসে খেলা দেখেছেন সৃঞ্জয় বসু। কিন্তু এ ভাবে সাধারণ গ্যালারিতে বসে সৃঞ্জয় বসুকে খেলা দেখতে শেষ কবে দেখা গিয়েছে? সৃঞ্জয়ের উত্তর, ‘কোভিডের পর প্রথমবার মোহনবাগানের খেলা দেখতে এলাম। ২ বছর তো এখানে খেলাই হয়নি। সমর্থকদের সঙ্গে খেলা দেখতে ভালোই লাগে।’ সৃঞ্জয় মুখে যতই এ কথা বলুন, বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তের সঙ্গে তাঁর দূরত্ব যে অনেক তা বেশ স্পষ্ট।

সদস্য টিকিটেই সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখেন সৃঞ্জয় বসু। কিন্তু তিনি চাইলে তো ভিআইপি গ্যালারির টিকিটে খেলা দেখতেই পারতেন। তবে সেই রাস্তায় না হেঁটে সাধারণ গ্যালারিতেই খেলা দেখলেন বাগানের একদা দাপুটে কর্তা।

Next Article