কৌস্তভ গঙ্গোপাধ্যায়
চলতি আইএসএলের (ISL) প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে মুম্বই সিটি এফসি(Mumbai City Fc)। আইএসএলে এবার মুম্বইয়ের সাড়া জাগানো পারফরম্যান্স। অথচ লিগের প্রথম ম্যাচেই নর্থ ইস্টের কাছে হেরে গিয়েছিলেন হুগো বোমাস, লে ফন্ড্রেরা। তারপরই ঘুরে দাঁড়ায় সের্জিও লোবেরার (Sergio Lobera) দল। স্বপ্নের ফর্মে রয়েছে মুম্বই (Mumbai City Fc)। ইতিমধ্যেই লিগ টপার হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট জোগাড় করে ফেলেছে। এ বার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে স্থির মুম্বই সিটি এফসি (Mumbai City Fc)। এফসি গোয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার আইএসএলের ফাইনালে উঠেছে মুম্বই। ২২টা ম্যাচের মধ্যে মাত্র চারটেয় হেরেছেন বোমাসরা। ১৩টা ম্যাচ জিতেছে মুম্বই। আইএসএলে টানা ১২টি ম্যাচ অপরাজিত থেকে নয়া নজিরও গড়েছে লোবেরার দল। এই সাফল্যের কারণ হিসেবে উঠে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ফেরার জন্য মুখিয়ে আছেন পন্থ
কোচ সের্জিও লোবেরা: পুরো দলকে এক সুতোয় বেঁধেছেন সের্জিও লোবেরা। আইএসএলে ৩ বছর এফসি গোয়ায় কোচিং করানোয় টুর্নামেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে। মুম্বই সিটি এবার তাঁকে দলে নেওয়ায় লাভবান হয়েছে। গত বছর এফসি গোয়াকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন। এ বার মুম্বইয়ের লিগ টপার হওয়ার পিছনেও ভূমিকা লোবেরার। স্প্যানিশ কোচ লোবেরার স্ট্র্যাটেজি আর ম্যাচ রিডিংই প্রধান অস্ত্র।
1️⃣8️⃣ penalties ?
1️⃣1️⃣ converted ✅
4️⃣ saved ?
1️⃣ winning moment ?Relive the entire penalty shootout from #MCFCFCG ?#HeroISL #LetsFootball pic.twitter.com/fK7kHY5eNQ
— Indian Super League (@IndSuperLeague) March 8, 2021
দল গঠন: মুম্বইয়ের দায়িত্ব নিয়েই হুগো বোমাস, আহমেদ জাহু আর মৌর্তাদা ফলকে ছিনিয়ে নেন লোবেরা। তিন বিদেশিই লোবেরার হাতিয়ার। প্লে মেকার বোমাস এই দলের অন্যতম প্রধান অস্ত্র। ডিফেন্সিভ মিডফিল্ডার জাহুর ডিফেন্সিভ কোয়ালিটি এবং আপফ্রন্টে বল সাপ্লাই দুটোই অসাধারণ। ডিফেন্ডার মৌর্তাদা ফল রক্ষণে ভরসা জুগিয়েছেন লোবেরাকে। প্রয়োজনে গোলও করতে পারে। এ ছাড়া ওগবেচে, লে ফন্ড্রে, সান্তানারা অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন মুম্বই সিটির জার্সিতে। দেশীয় ফুটবলারদের মধ্যে বিপিন সিং, রাওলিন বর্জেসরাও সুপারহিট। মুম্বইয়ের আক্রমণ ভাগ সবচেয়ে শক্তিশালী। টিমের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। এটাই মুম্বই সিটি এফসির প্রধান ইউএসপি।
অমরিন্দর সিং: এ বারের আইএসএলে সেরা গোলকিপারদের তালিকায় দু’নম্বরে রয়েছেন। তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য অমরিন্দর। ২২ ম্যাচে ৫৮টি সেভ করেছেন।
কোভিডের কারণে আইএসএলের প্রি-সিজনের জন্য এ বার বেশিদিন সময় পায়নি কোনও দলই। তবু অল্প সময়েই ফুটবলারদের ফিটনেসে উন্নতি এনেছেন লোবেরা। টিম কম্বিনেশনে জোর বাড়িয়েছেন। আর এগুলোই সাফল্য হিসেবে ধরা দিয়েছে মুম্বই দলকে।