টি-টোয়েন্টিতে ফেরার জন্য মুখিয়ে আছেন পন্থ

ঋষভ পন্থ (Rishabh Pant) বোধহয় এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। বছর খানেক আগেও যাঁকে বলা হত, ‌অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, সেই তিনিই এখন টিমের অপরিহার্য। এতটাই যে, বাঁ হাতি পন্থ (Rishabh Pant) একাই পাল্টে দিচ্ছেন ম্যাচের রেজাল্ট।

টি-টোয়েন্টিতে ফেরার জন্য মুখিয়ে আছেন পন্থ
টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা দেখাতে চান পন্থ। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 2:18 PM

কলকাতা: সময় যেমন অতীত ভুলিয়ে দেয়, তেমনই অনেক কিছু শেখায়ও। ঋষভ পন্থ (Rishabh Pant) বোধহয় এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। বছর খানেক আগেও যাঁকে বলা হত, ‌অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, সেই তিনিই এখন টিমের অপরিহার্য। এতটাই যে, বাঁ হাতি পন্থ (Rishabh Pant) একাই পাল্টে দিচ্ছেন ম্যাচের রেজাল্ট। নিশ্চিত জয় ছিনিয়ে নিচ্ছেন বিপক্ষের। এই নতুন পন্থে মুগ্ধ সারা বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও সমান সফল। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপও অবশেষে মিটিয়ে নিয়েছেন।

আরও পড়ুন: একটা টিম নয়, দুটো টিম তৈরি: শাস্ত্রী

শুধু ব্যাটসম্যান নয়, উইকেটের পিছনে কিপার পন্থও অবিশ্বাস্য উন্নতি করেছেন। চিপক ও মোতেরার মতো স্পিনিং পিচে এমন কিছু ক্যাচ নিয়েছেন, যা দেখে অনেকে তাঁর মধ্যে ঋদ্ধিমান সাহার ছায়া দেখতে পাচ্ছেন। এই পন্থের কাছে নতুন পরীক্ষা হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। দিনক্ষণ ধরলে ১৪ মাস পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন পন্থ। কুড়ি-বিশের ক্রিকেট থেকেই উত্থান তাঁর। আইপিএলের দুনিয়ায় এমন কিছু বিস্ফোরক ইনিংস খেলেছেন, যা এখনও মনে রেখেছেন ক্রিকেট ভক্তরা। সেই পন্থেই ভবিষ্যত্‍ দেখতে পাচ্ছে ভারতীয় ক্রিকেট। কিন্তু গত বছর জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলার পর আর টিমে সুযোগ পাননি। আমিশাহির আইপিএলে ভালো খেললেও অস্ট্রেলিয়া সফরে সাদা বলের টিমে সুযোগ মেলেনি তাঁর।

আরও পড়ুন: এটিকে মোহনবাগানের ফাইনালের পথে কাঁটা খালিদ

পন্থকে দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘পন্থকে খুব কাছ থেকে দেখার জন্য বলতে পারি, ও ম্যাচ উইনার। আমার সময় শেওয়াগ, যুবরাজ, ধোনির মতো প্লেয়ার ছিল, যারা খেলা পাল্টে দিতে পারত। পন্থও ওদের মতো গেম চেঞ্জার।’ ভিভিএস লক্ষণের মতো ক্রিকেটারও বলেছেন, ‘আইপিএলে এর আগেও দেখেছি, চাপের মুখে অসাধারণ কিছু ইনিংস খেলেছে। বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে ও কিন্তু বিপক্ষ ক্যাপ্টেনের উপর সব সময় চাপ তৈরি করছে। ওকে একটা-দুটো ইনিংস দিয়ে বিচার করা ঠিক হবে না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওটা মাথায় রেখেই এগোতে হবে। পন্থের টিমে থাকা অবশ্যই পজিটিভ দিক।’ চলতি বছর দেশের মাঠে কুড়ি-বিশের বিশ্বকাপ। পন্থই সেরা বাজি হতে পারেন ভারতের।