মেসিকে টপকেও নির্লিপ্ত সুনীল ছেত্রী

sushovan mukherjee |

Jun 08, 2021 | 5:19 PM

সুনীল ছেত্রী (Sunil Chhetri) অবশ্য এ সব নিয়ে ভাবতে নারাজ। বরং ভারতকে (India Football Team) জিতিয়েই বেশি খুশি ও তৃপ্ত দলনায়ক। ম্যাচের ৭৯ এবং ইনজুরি টাইমে গোল দুটি করেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। একই দিনে লিওনেল মেসি (Lionel Messi) আর সংযুক্ত আরব আমিরশাহির (UAE) আলি মবখৌতের রেকর্ড ভেঙে দেন তিনি।

মেসিকে টপকেও নির্লিপ্ত সুনীল ছেত্রী
দলকে জিতিয়েই তৃপ্ত সুনীল। ছবি: টুইটার

Follow Us

দোহা: মেসিকে টপকে ফের সংবাদের শিরোনামে সুনীল ছেত্রী। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৭২ গোল রয়েছে আর্জেন্তাইন সুপারস্টারের। সুনীল ছেত্রীর ঝুলিতে ৭৪ গোল। বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করতেই ভেঙে দেন মেসির রেকর্ড। বিশ্ব ফুটবলে হইচই ফেলে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
সুনীল ছেত্রী (Sunil Chhetri) অবশ্য এ সব নিয়ে ভাবতে নারাজ। বরং ভারতকে (India Football Team) জিতিয়েই বেশি খুশি ও তৃপ্ত দলনায়ক। ম্যাচের ৭৯ এবং ইনজুরি টাইমে গোল দুটি করেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। একই দিনে লিওনেল মেসি (Lionel Messi) আর সংযুক্ত আরব আমিরশাহির (UAE) আলি মবখৌতের রেকর্ড ভেঙে দেন তিনি। বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১০৩)। তার পরেই রয়েছেন ভারতের সুনীল ছেত্রী। মেসির রেকর্ড ভাঙার পরেও নির্লিপ্ত সুনীল বলেন, ‘আমি এ সব নিয়ে ভাবি না। দল জিতেছে এটাতেই আমি সবচেয়ে বেশি খুশি।’

আরও পড়ুন: রাফা-রাজের রোলাঁ গারোয় কষ্টার্জিত জয় জোকারের

দীর্ঘদিন ফর্মের মধ্যে ছিলেন না সুনীল ছেত্রী। এমন কি এর আগের ১১টা ম্যাচও জিততে পারেনি ভারত। বিশ্বকাপ বাছাই পর্বে ২০ বছর পর কোনও অ্যাওয়ে ম্যাচ জিতল ব্লু টাইগার্স। এ সব পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবেনই না সুনীল। তিনি বলেন, ‘আমি এ সব জানতামই না। ম্যাচটা জিতে ভাল লাগছে। এ বারের বাছাই পর্বে খুব ওঠা-নামা চলছে। আমার মনে হয়, আমরা বরাবর ভাল পারফরম্যান্সই দেখিয়ে আসছি। কিন্তু তাতে কোনও ফল হয়নি। যাই হোক, অবশেষে যে ৩ পয়েন্ট অর্জন করতে পেরেছি, এটাই ভাল।’

কাল ভোরেই মাঠে নামছেন লিওনেল মেসি। প্রাক বিশ্বকাপে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্তিনা। কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে মেসির মাথাতেও নিঃসন্দেহে থাকবে সুনীল ছেত্রীর এই রেকর্ড।

Next Article