sushovan mukherjee |
Jan 09, 2021 | 11:33 AM
আইএসএলে ৬ গোলের থ্রিলার। রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদ এফসির।
খেলার শুরুতে আরিদানে আর জোয়েলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হায়দরাবাদ।
বিরতির আগে সমতা ফিরিয়ে আনে নর্থ ইস্ট ইউনাইটেড।
ল্যাম্বোট আর ফ্রেডরিকোর গোলে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেয় নর্থ ইস্ট।
ম্যাচের রঙ বদলে দেন সুপার সাব লিস্টন কোলাসো। জোড়া গোল করে দুরন্ত জয় এনে দেন হায়দরাবাদকে। ছবি-আইএসএল।