সুযোগ নষ্টের খেসারত দিয়ে অ্যারোজের কাছে হার মহমেডানের

sushovan mukherjee |

Feb 14, 2021 | 5:36 PM

ম্যাচের সেরা হয়েছেন অ্যারোজের গোলকিপার আহান প্রকাশ

সুযোগ নষ্টের খেসারত দিয়ে অ্যারোজের কাছে হার মহমেডানের

Follow Us

কলকাতা: রবিবারের দুপুরে যুবভারতীতে অঘটন। পচা শামুকে পা কাটল মহমেডানের। লিগ তালিকার সবচেয়ে নীচে থাকা ইন্ডিয়ান অ্যারোজের কাছে হারতে হল হোসে হেভিয়ার দলকে। মহমেডানকে ১-০ গোলে হারিয়ে চলতি আই লিগের প্রথম জয় পেল ফেডারেশনের যুব দল। ২৬ মিনিটে অ্যারোজের হয়ে জয়সূচক গোল করেন গুরপন্থজিৎ সিং।

আগের ম্যাচে গোকুলামকে হারিয়ে মাঠে নেমেছিল মহমেডান। অ্যারোজকে হারিয়ে লিগ তালিকার ওপরে উঠে আসার লক্ষ্য় নিয়েই মাঠে নেমেছিলেন জন চিডিরা। বাস্তবে হল অবশ্য উল্টো। গোটা ম্যাচ জুড়ে অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল মহমেডানকে। একের পর এক সুযোগ নষ্ট করে দলকে ডোবালেন জন চিডি,হীরা মন্ডল,আজহারউদ্দিনরা। প্রথমার্ধে ফ্রিকিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন গুরপন্থজিৎ।

আরও পড়ুন:চিপকে ভাজ্জিকে টপকে নয়া নজির অশ্বিনের

অ্যারোজের কাছে হারের পর হতাশ মহমেডান টিডি শঙ্করলাল চক্রবর্তী স্বীকার করে নিচ্ছেন যে এই ম্যাচটা হারা উচিত হয়নি। তিনি বলছেন,’প্রথম তিনে শেষ করা কঠিন হয়ে গেল। অন্তত ৩-৪ গোল করা উচিত ছিল।’

হারের মধ্যেও মহমেডান শিবিরে একটাই আশার আলো। পরের ম্যাচে আইজলের বিরুদ্ধে খেলতে পারবেন পেড্রো মানজি।

Next Article