মেসি ম্যাজিকে লা লিগায় টানা ৭ ম্যাচে জয় বার্সার

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Feb 14, 2021 | 12:16 PM

লা লিগায় (La Liga) নিজের মাইলস্টোন ম্যাচে মেসি ম্যাজিক । আলাভেসকে (Alaves) ৫-১ গোলে হারাল বার্সেলোনা (Barcelona)। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রোনাল্ড কোমানের দল। লা লিগায় টানা ৭ ম্যাচে জিতলেন মেসিরা।

1 / 6
২৯ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন ত্রিনকাও ।

২৯ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন ত্রিনকাও ।

2 / 6
৪৬ মিনিটে বার্সাকে ফের এগিয়ে দেন লিওনেল মেসি।

৪৬ মিনিটে বার্সাকে ফের এগিয়ে দেন লিওনেল মেসি।

3 / 6
৫৭ মিনিটে আলাভেসের লুইস রিয়োজা ব্যবধান কমান।

৫৭ মিনিটে আলাভেসের লুইস রিয়োজা ব্যবধান কমান।

4 / 6
৭৪ মিনিটে বার্সার ত্রিনকাওের দ্বিতীয় গোল।

৭৪ মিনিটে বার্সার ত্রিনকাওের দ্বিতীয় গোল।

5 / 6
ত্রিনকাওের গোলের ঠিক পরেই ৭৫ মিনিটে এলএম টেনের দ্বিতীয় ও বার্সার চতুর্থ গোল।

ত্রিনকাওের গোলের ঠিক পরেই ৭৫ মিনিটে এলএম টেনের দ্বিতীয় ও বার্সার চতুর্থ গোল।

6 / 6
ম্যাচের ৮০ মিনিটে বার্সার জয়সূচক গোল জুনিয়র ফিরপোর। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ম্যাচের ৮০ মিনিটে বার্সার জয়সূচক গোল জুনিয়র ফিরপোর। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

Next Photo Gallery