মারগাও: টানা তিনটি ম্যাচ জিতে দারুণ ছন্দে আন্তোনিও হাবাসের টিম। প্লে-অফে জায়গা কার্যত পাকা করে ফেলেছেন রয় কৃষ্ণারা। গ্রুপ পর্যায়ে আর চারটে ম্যাচ বাকি। তবু এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোনও ভাবে হালকা নিতে চাইছে না। বরং প্লে-অফের জন্য নিজেদের তৈরি করে নিতে চাইছে হাবাস। তাই কাল জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সবুজ-মেরুন।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে মার্সেলিনহোরা। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। হাতে থাকা বাকি চারটে ম্যাচে যদি মোহনবাগান জিততে পারে, লিগ টেবিলের শীর্যে থেকে লিগ শেষ করবেন কৃষ্ণারা। সেটাই চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: মিক্সড ডাবলসেও বিদায় বোপান্নার
হাবাস অবশ্য ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চান। পাশাপাশি প্লে-অফের জন্য পুরো টিমকে সতেজ রাখার চেষ্টা করছেন স্প্যানিশ কোচ। কাল, জামশেদপুর ম্যাচেই কি রয় কৃষ্ণাকে বিশ্রাম দিতে পারেন হাবাস? ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ বলেছেন, ‘প্রতিপক্ষ প্রতি ম্যাচে ওকে মার্ক করছে। যে কারণে ওকে বেশি ফাউলও করা হচ্ছে। এটা যেমন একটা দিক, তেমনই টানা ম্যাচে খেলে যাচ্ছে কৃষ্ণা। সেটার একটা ধকল তো আছেই। তাই ওকে বিশ্রাম দেওয়ার একটা ভাবনা মাথায় ঘুরছে।’ তবে সেটা জামশেদপুর ম্যাচেই কিনা, হাবাস বলতে চাননি।
আরও পড়ুন: রোহিতের সেঞ্চুরিতে চাপ কাটাচ্ছে ভারত
এক দিকে ভাবনায় যদি জামশেদপুর থাকে, অন্য দিকে তবে হাবাসের মাথায় ঢুকে পড়েছে ডার্বি ম্যাচ। প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতেছিল মোহনবাগান। ১৯ ফেব্রুয়ারি আইএসএলের ফিরতি ম্যাচে ওই জয়ই দেখতে চাইছেন হাবাস। তার আগে টিমের ফাঁকফোকর ভরাট করতে চাইছেন তিনি। এডি গার্সিয়া চোটের জন্য এখনও মাঠের বাইরে। হাবাসের আশা, ডার্বি ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন তিনি।
অঙ্কের খাতিরে মোহনবাগান ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়মশেদপুর এফসির কাছে। তাদের এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। তারা যে মোহনবাগানের বিরুদ্ধে সর্বস্ব নিয়ে মাঠে নামবে, সেটা খুব ভালো করেই জানেন হাবাস। আর তাই একটা কঠিন ম্যাচের জন্যই অপেক্ষা করে রয়েছে মার্সেলিনহোরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন জোকার!
আর রয় কৃষ্ণা? যদি মাঠে নামেন, কাল ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine’s Day) সন্ধেটা স্মরণীয় করে রাখতে চান। আরও একটা গোল করে।