অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন জোকার!

আগামীকাল জকোভিচ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট আশঙ্কা রয়েছে। জানিয়েছেন টেইলি।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন জোকার!
অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন জোকার!
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 1:25 PM

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) শুক্রবার তলপেটে চোট নিয়েই ফ্রিটজের বিরুদ্ধে খেলেছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এ বার সেই চোটের জন্যই অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এমনটাই জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগ টেইলি (Craig Tiley)।

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 1 LIVE Score: হিটম্যানের সেঞ্চুরি, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-অজিঙ্কা

চোটের কারণে শুক্রবারের ম্যাচে সমস্যায় পড়েছিলেন। চোটের প্রভাব পড়ে জকোভিচের সার্ভিসে। প্রথম দুটো সেটে জেতার পর, পরপর দুটো সেটে ফ্রিটজের কাছে হারেন জোকার। কিন্তু পঞ্চম সেটে ঘুরে দাঁড়ান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ম্যাচও জিতে নেন। কিন্তু ম্যাচের শেষে নোভাক বলেন, কতটা তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন, সেটা নিয়ে নিশ্চিত নন। তলপেটের পেশিতে টিয়ার।

আরও পড়ুন: এবারও ‘০’, এগারো ‘০’

শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগ টেইলি এক বিবৃতিতে জানান, “জকোভিচের তলপেটের পেশিতে টিয়ার হয়েছে। ও নিজের শারীরিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে টুর্নামেন্টে এগিয়ে যাবে কিনা। ওঁর যথাযথ চিকিৎসা করা হচ্ছে।” আগামীকাল জকোভিচ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট আশঙ্কা রয়েছে। জানিয়েছেন টেইলি। নতুন করে করোনা সংক্রমণ দেখে দিয়েছে, তাই দর্শক শূন্য গ্যালারিতেই খেলতে হচ্ছে খেলোয়াড়দের। এবার নোভাক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলে আকর্ষণ অনেকটাই কমে যাবে সন্দেহ নেই।