মিক্সড ডাবলসেও বিদায় বোপান্নার
এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের কেউই প্রথম রাউন্ড টপকাতে পারলেন না।
মেলবোর্ন: ডাবলস খেলতে নেমে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছিলেন। মিক্সড ডাবলসেও (mixed doubles) প্রথম রাউন্ডে বিদায় ভারতের রোহন বোপান্নার (Rohan Bopanna)।
এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) ভারতীয়দের কেউই প্রথম রাউন্ড টপকাতে পারলেন না। শেষ আশা ছিলেন বোপান্না। চিনা পার্টনার ইংইং ডুয়ানকে নিয়ে খেলতে নেমে ৪-৬, ৪-৬ স্ট্রেট সেটে হার বেথানি মাটেক-জেমি মারের কাছে।
করোনার জন্য দীর্ঘদিন কোর্টে নামেননি বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনের আগেও যে কারণে প্র্যাক্টিসও মেলেনি। তারই প্রভাব পড়ল টুর্নামেন্টে। এ দিন মেলবোর্ন পার্কে সে ভাবে প্রতিরোধই গড়তে পারেননি তাঁরা। বোঝাই যাচ্ছিল, সে ভাবে প্রস্তুতিই নিতে পারেননি।
আরও পড়ুন: রোহিতের সেঞ্চুরিতে চাপ কাটাচ্ছে ভারত
এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে সুমিত নাগাল নেমেছিলেন সিঙ্গলস খেলতে। তিনি হেরেছেন প্রথম ম্যাচেই। তার পর আরও দুই ভারতীয় দ্বিবিজ শরণ ও অঙ্কিতা রায়নাও বিন্দুমাত্র প্রত্যাশা জাগাতে পারেননি। বোপান্নাও সেই পথেই হাঁটলেন। এর আগে অবশ্য ভারতীয় টেনিস প্লেয়ার ডাবলসের দুনিয়ায় বেশ পরিচিত নাম ছিলেন। কিন্তু সেরা ছন্দ থেকে এখন অনেক দূরে বোপান্না।