রোহিতের সেঞ্চুরিতে চাপ কাটাচ্ছে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম। ওপেনার হিসেবে চতুর্থ সেঞ্চুরি রোহিত শর্মার।

রোহিতের সেঞ্চুরিতে চাপ কাটাচ্ছে ভারত
সৌজন্যে-বিসিসিআই টুইটার
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 2:17 PM

চেন্নাই: অবশেষে সেঞ্চুরি পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরের শেষ দুটো টেস্টে ওপেনার হিসেবে নেমেও সেঞ্চুরি পাননি। সেট হয়েও বারবার আউট হওয়া নিয়ে সমালোচনা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চিপকের প্রথম টেস্টেও রান ছিল না। প্রথম টেস্টে জো রুটের টিমের কাছে বিপর্যয়ের পর রোহিতই ম্যাচে ফেরালেন ভারতকে। ১৩০ বলে সেঞ্চুরি করেন ৩৪ বছরের ক্রিকেটার। মেরেছেন ১৪টা চার ও ২টো ছয়। টেস্টে সব মিলিয়ে সাতটা সেঞ্চুরি করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই প্রথম সেঞ্চুরি।

ঘটনা হল, রোহিতের সাতটা সেঞ্চুরিই দেশের মাঠে। এর আগে মহম্মদ আজহারউদ্দিন টানা ছ’টা সেঞ্চুরি করেছিলেন দেশের মাঠে। রোহিতের চমত্‍কার সেঞ্চুরি দেখে সঞ্জয় মঞ্জরেকর টুইটারে লিখেছেন, ‘রোহিতের সেঞ্চুরিটা যেন বীরেন্দ্র সেওয়াগকে মনে করাল।’

ভুল বলেননি মঞ্জরেকর। চিপকের শনিবার সকাল থেকেই বল ঘুরতে শুরু করেছিল। যা বেশ চাপেই ফেলে দিয়েছিল ভারতকে। শুভমন গিল ০ করে ওলি স্টোনের বলে ফিরে যান শুরুতেই। চেতেশ্বর পূজারাকে ২১ রানে ফিরিয়ে দেন জ্যাক লিচ। ক্যাপ্টেন বিরাট কোহলিকে ০ রানে ফেরান মইন আলি। যে ভাবে বল লাট্টুর মতো ঘুরতে শুরু করেছিল, তা সামলাতে পারবেন কিনা ভারতীয়রা, তা নিয়ে প্রশ্নও উঠে গিয়েছিল। ওই চাপের মুখেই রোহিত সাবলীলই ছিলেন।

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 1 LIVE Score: হিটম্যানের সেঞ্চুরি, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-অজিঙ্কা

রোহিতের ফর্মে থাকা মানে ভারতের চাপ কমে যায়। সাদা বলের ক্রিকেটে রোহিত যতটা সফল, লাল বলের ক্রিকেটে ততটা নন। এই অভিযোগ বারবার উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু এই রোহিত যেন সব কিছু জবাব দিতেই নেমেছেন মাঠে। ২০১৯ সালের অক্টোবর মাসে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ২১২ রান করেছিলেন রোহিত। তার পর প্রায় দেড়বছর সেঞ্চুরি পেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতীয় ওপেনার। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফর্ম্যাটে সেঞ্চুরি করে ফেললেন রোহিত।

আরও পড়ুন: এবারও ‘০’, এগারো ‘০’