Pele: লং জাম্পেও ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন পেলে! সফল কি হয়েছিলেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 02, 2023 | 8:15 AM

Pele Death: ১৯৮২ সালে সুইডেনে হওয়া বিশ্ব স্পোর্টস মাস্টার্সে লং জাম্প ইভেন্টে অংশগ্রহন করেছিলেন পেলে।

Follow Us

রিও ডি জেনেইরো: নতুন বছরের সূর্য না দেখেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (Pele)। ২৯ ডিসেম্বর গভীর রাতে লড়াই থেমে গিয়েছে ফুটবল সম্রাটের। মৃত্যু কালে পেলের বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। গোটা বিশ্ব পেলের ফুটবল প্রতিভার সাক্ষী তো থেকেছেই। তবে অনেকেই জানেন না তিনি অন্যান্য খেলাধূলোতেও পারদর্শী ছিলেন। ১৯৮২ সালে তিনি সুইডেনে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন। আর সেখানে তিনি লং জাম্পে (Long Jump) অংশগ্রহণ করেছিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

১৯৮২ সালে সুইডেনে হওয়া বিশ্ব স্পোর্টস মাস্টার্সে লং জাম্প ইভেন্টে অংশগ্রহন করেছিলেন পেলে। সেখানে তিনি ৪.৯১ মিটার দূরত্বে লাফ দিয়েছিলেন। সেই সময় পেলের বয়স ছিল ৪১ বছর। ফুটবল হিসেবে যতটা পারদর্শী ছিলেন পেলে, লং জাম্পে কিন্তু ততটা ছাপ ফেলতে পারেননি। চ্যারিটি ইভেন্টে লং জাম্পে পেলে থাকায় সেই ইভেন্ট আকর্ষণীয় হয়েছিল বটে, তবে পেলের লং জাম্পে নিজেকে পরখ করাটা খুব একটা উজ্জ্বল হয়নি। উল্লেখ্য, তখন ৪০ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে লং জাম্পে লাফ দেওয়া সেরা দূরত্ব ছিল ৭.৪৩ মিটার। সেখান থেকে অনেকটাই দূরে ছিলেন পেলে। সুইডেনে ১৯৮২ সালের ওই ইভেন্টে পেলে ছাড়াও ছিলেন, মার্কিন বক্সার সুগার রে লিওনার্ড এবং সুইস টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ।

মাত্র ১৫ বছর বয়সে ফুটবলের সঙ্গে সম্পর্ক পেলের। তিনি পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন ফুটবল বিশ্বকে। সেই ফুটবল সম্রাট এখন আর নেই। রয়ে গিয়েছে তাঁর রাজত্ব। তবে গোটা বিশ্ব ‘ও রেই’-কে মনে রাখবে। ফুটবল সম্রাট পেলে, শুধু ফুটবলেই পারদর্শী ছিলেন না। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলে ফুটবল দুনিয়া ছাড়াও অবাধে সঙ্গীত থেকে চলচ্চিত্র জগতে নিজের ছাপও রেখে গিয়েছেন। পেলের ছেলেবেলার ক্লাব স্যান্টোসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার সকালে সাও পাওলোর বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এর পর সেখানে সোম বার ও মঙ্গল বার তিন বারের বিশ্বচ্যাম্পিয়নকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।

রিও ডি জেনেইরো: নতুন বছরের সূর্য না দেখেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (Pele)। ২৯ ডিসেম্বর গভীর রাতে লড়াই থেমে গিয়েছে ফুটবল সম্রাটের। মৃত্যু কালে পেলের বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। গোটা বিশ্ব পেলের ফুটবল প্রতিভার সাক্ষী তো থেকেছেই। তবে অনেকেই জানেন না তিনি অন্যান্য খেলাধূলোতেও পারদর্শী ছিলেন। ১৯৮২ সালে তিনি সুইডেনে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন। আর সেখানে তিনি লং জাম্পে (Long Jump) অংশগ্রহণ করেছিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

১৯৮২ সালে সুইডেনে হওয়া বিশ্ব স্পোর্টস মাস্টার্সে লং জাম্প ইভেন্টে অংশগ্রহন করেছিলেন পেলে। সেখানে তিনি ৪.৯১ মিটার দূরত্বে লাফ দিয়েছিলেন। সেই সময় পেলের বয়স ছিল ৪১ বছর। ফুটবল হিসেবে যতটা পারদর্শী ছিলেন পেলে, লং জাম্পে কিন্তু ততটা ছাপ ফেলতে পারেননি। চ্যারিটি ইভেন্টে লং জাম্পে পেলে থাকায় সেই ইভেন্ট আকর্ষণীয় হয়েছিল বটে, তবে পেলের লং জাম্পে নিজেকে পরখ করাটা খুব একটা উজ্জ্বল হয়নি। উল্লেখ্য, তখন ৪০ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে লং জাম্পে লাফ দেওয়া সেরা দূরত্ব ছিল ৭.৪৩ মিটার। সেখান থেকে অনেকটাই দূরে ছিলেন পেলে। সুইডেনে ১৯৮২ সালের ওই ইভেন্টে পেলে ছাড়াও ছিলেন, মার্কিন বক্সার সুগার রে লিওনার্ড এবং সুইস টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ।

মাত্র ১৫ বছর বয়সে ফুটবলের সঙ্গে সম্পর্ক পেলের। তিনি পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন ফুটবল বিশ্বকে। সেই ফুটবল সম্রাট এখন আর নেই। রয়ে গিয়েছে তাঁর রাজত্ব। তবে গোটা বিশ্ব ‘ও রেই’-কে মনে রাখবে। ফুটবল সম্রাট পেলে, শুধু ফুটবলেই পারদর্শী ছিলেন না। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলে ফুটবল দুনিয়া ছাড়াও অবাধে সঙ্গীত থেকে চলচ্চিত্র জগতে নিজের ছাপও রেখে গিয়েছেন। পেলের ছেলেবেলার ক্লাব স্যান্টোসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার সকালে সাও পাওলোর বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এর পর সেখানে সোম বার ও মঙ্গল বার তিন বারের বিশ্বচ্যাম্পিয়নকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।

Next Article