সাও পাওলো: দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে অবশেষে, হাল ছেড়েছেন ফুটবল সম্রাট। বৃহস্পতিবার মধ্য রাতে জীবন যুদ্ধের অবসান হয় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (Pele)। সাম্রাজ্য ফেলে রেখে বিদায় নিয়েছেন রাজা। কিন্তু তাঁকে ভুলবে না ফুটবল বিশ্ব। ভোলা সম্ভবও নয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। এ বার ফুটবল সম্রাটের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণায় আমেরিকান বক্সিং (Boxing) স্টার মাইক টাইসন (Mike Tyson)। পেলের সঙ্গে দেখা করা নাকি তাঁর একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন একসময় পূর্ণ হয়েছিল। কেমন ছিল পেলের সঙ্গে টাইসনের সাক্ষাতের অভিজ্ঞতা, তুলে ধরল TV9 Bangla।
দীর্ঘ দিন কোলন ক্যান্সারে ভুগছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। সেই সঙ্গেই আরও কিছু শারীরিক সমস্যা নিয়ে বিশ্বকাপের মাঝেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আশা ছিল ফিরে আসবেন তিনি। তবে শেষ অবধি তা হল না। অনেক লড়াইয়ের পর শেষ হয়েছে ফুটবল সম্রাটের জীবন যুদ্ধ। সাও পাওলোর বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার মধ্য রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে পেলের বয়স হয়েছিল ৮২ বছর। পেলে নেই এখনও মানতে পারছে না শুধু ব্রাজিল নয়, গোটা দুনিয়া। এ বার পেলের সঙ্গে কাটানো মুহূর্তের কথা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন আমেরিকান বক্সিং স্টার মাইক টাইসন। পেলের সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে তিনি জানান, একটা সময় পেলের সঙ্গে দেখা করাটা ছিল তাঁর স্বপ্ন।
লিনিয়ন চ্যাম্পিয়ন টাইসনের, ২১ বছর বয়সে পেলের সঙ্গে দেখা করার স্বপ্ন পূরণ হয়। তাঁর কথায়, পেলের মতো ভালো মানুষ আর হয় না। সারা জীবনে কারোর সঙ্গে কখনও খারাপ কিছু করেননি তিনি। শেষে পেলের আত্মার শান্তি কামনাও করেন টাইসন। তাঁর মতে, পেলেকে সারাজীবন মনে রাখবে গোটা বিশ্ব। ঠিক যেমন সকলে মনে রেখেছে আমেরিকান বক্সিং কিংবদন্তি মহম্মদ আলিকে। আসলে এই মাপের মানুষরা বেঁচে থাকেন তাঁদের কর্মের মধ্য দিয়ে। পৃথিবীতে যতদিন ফুটবল থাকবে তাই ততদিনই থেকে যাবে পেলের নাম।