Igor Stimac: ভারতীয় ফুটবলকে বাঁচাতে অবিলম্বে… স্বঘোষিত প্রেস মিটে বোমা ফাটালেন স্টিমাচ!

Jun 21, 2024 | 7:37 PM

Indian Football: যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। কিন্তু কাতারের বিরুদ্ধে বাইরের ম্যাচে গিয়ে হেরে বিদায় নেয় ভারত। তার পরই কার্যত ছুটি হয়ে যায় স্টিমাচের। এআইএফএফ সরকারি ঘোষণা করার পরই স্টিমাচ বিস্ফোরণ শুরু করেছিলেন।

Igor Stimac: ভারতীয় ফুটবলকে বাঁচাতে অবিলম্বে... স্বঘোষিত প্রেস মিটে বোমা ফাটালেন স্টিমাচ!
ভারতীয় ফুটবলকে বাঁচাতে অবিলম্বে... স্বঘোষিত প্রেস মিটে বোমা ফাটালেন স্টিমাচ!
Image Credit source: X

Follow Us

কলকাতা: জানাই ছিল, বিস্ফোরণ হবে। হলও তাই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন ভারতীয় ফুটবল টিমের বিদায়ী কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। বলা উচিত, ক্রোয়েশিয়ান কোচের লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। প্রাক বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে ভারত বিদায় নিয়েছে। আফগানিস্তান ম্যাচে হারের পরই তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। কিন্তু কাতারের বিরুদ্ধে বাইরের ম্যাচে গিয়ে হেরে বিদায় নেয় ভারত। তার পরই কার্যত ছুটি হয়ে যায় স্টিমাচের। এআইএফএফ সরকারি ঘোষণা করার পরই স্টিমাচ বিস্ফোরণ শুরু করেছিলেন। শুক্রবার তা-ই আর একবার দেখল ভারতীয় ফুটবল। কী কী বললেন তিনি?

ক্রোট কোচ বলে গেলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ফেডারেশন থেকে কল্যাণ চৌবেকে সরানো উচিত। তা হলেই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব। কল্যাণ শুধু নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবে। ওকে রাজনীতিক বলতে পারেন। ওকে কলকাতাতেই কেউ চেনে না। ভারতীয় ফুটবলের শক্তিশালী একজনকে দরকার। গুরুত্বপূর্ণ পদে থাকা লোকজনের সঙ্গে ছবি তুলে বেড়ান এআইএফএফ প্রেসিডেন্ট। যাতে সোশ্যাল মিডিয়ার নজরে থাকা যায়।’

নিজের কেরিয়ার নিয়েও অনেক কথা বলেছেন স্টিমাচ। তাঁর কথায়, ‘আমি কখনও ছাঁটাই হইনি। কেরিয়ারে এই প্রথম এমনটা হল। কোনও সহযোগিতা ছাড়া আমার পক্ষে ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছিল। আমার চারপাশে থাকা লোকজন শুধু মিথ্যে কথা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। দেশের ফুটবল কী ভাবে পরিচালনা করতে হয়, ফেডারেশনের কর্তারা তা জানেই না। শুধু ক্ষমতা বোঝে তারা।’

Next Article