Qatar World Cup: কাতার বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন বুফোঁ?

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 16, 2022 | 9:00 AM

Gianluigi Buffon: ব্রাজিল, আর্জেন্টনা তো নয়ই। ইউরোপের কোনও দলকেও সমর্থন করছেন না এই ফুটবল তারকা।

Qatar World Cup: কাতার বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন বুফোঁ?
বুফোঁ

Follow Us

রোম: কাতার বিশ্বকাপে ইটালির না থাকা নিশ্চিতভাবে বড় ধাক্কা। চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন করতে পারেনি। রবার্তো মানচিনির দল নর্থ ম্যাসিডোনিয়াকে প্লেঅফ ম্যাচে হারাতে পারেনি। ইটালির অন্যতম সেরা গোলরক্ষক জিওলিয়ানি বুফোঁর মন ভাল নেই, তাঁর দেশ বিশ্বকাপের বাইরে থাকায়। কিন্তু তাই বলে বুফোঁ বিশ্বকাপ দেখবেন না এমনটা নয়। বিশ্বকাপের ৩২টি দেশের মধ্যে একটি দলকে সমর্থন করবেন বলেও জানিয়েছেন এই তারকা গোলরক্ষক। কিন্তু বিশ্বকাপে ফেভারিট কোনও দলকে সমর্থক করছেন না বুফোঁ। ব্রাজিল, আর্জেন্টনা তো নয়ই। ইউরোপের কোনও দলকেও সমর্থন করছেন না এই ফুটবল তারকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্য়মের সঙ্গে কথা বলার সময় বুফোঁ জানিয়েছেন কাতার বিশ্বকাপে কাকে সমর্থন করবেন তিনি। ইটালি শেষ বার যখন বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু এই বিশ্বকাপে বুফোঁর সমর্থন পাবে আফ্রিকার দেশ ক্যামেরুন। ব্রাজিল, সার্বিয়া এবং সুইজারল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে হবে আফ্রিকার এই দেশকে। তাঁর হয়েই গলা ফাটাবেন বুফোঁ। বিষয়টি নিয়ে বুফোঁ বলেছেন, “বিশ্বকাপে যখন ইটালি নেই, তখন আমি এ রকম দলকেই সমর্থন করব, যেখানে আমার সহখেলোয়াড় এবং বন্ধুরা খেলেন। অথবা এমন দলকে সমর্থন করব যারা আন্ডারডগ হিসাবে বিবেচিত। এই বিশ্বকাপে আমার পছন্দের দল ক্যামেরুন।”

ফিফা ব়্যাঙ্কিংয়ে ৩৮ নম্বর স্থানে রয়েছে ক্যামেরুন। সে দলের কোচ রিগোবার্ট সং। কাতারে বিশ্বকাপে নামলে তা হবে ক্যামেরুনের নবম বিশ্বকাপ। যদিও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাইরে ছিল আফ্রিকার এই দেশ। বাকি বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও, ফুটবলের বিশ্বযুদ্ধে ক্যামেরুনের সবথেকে ভাল ফল হয়েছিল ১৯৯০ সালে। ইটালিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ক্যামেরুন। তবে সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। সেই বিশ্বকাপের ক্যামেরুনের তারকা ফুটবলার রজার মিল্লা দারুণ খেলেছিলেন। ক্যামেরুনের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলস্কোরারও তিনি।

Next Article