TV9 বাংলা ডিজিটাল : ৬০ বছরেই যে দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona) দুনিয়াকে আলবিদা জানাতে পারেন এটা কল্পনার বাইরে ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট কেড়ে নিল রাজপুত্রকে। মারাদোনা নেই, মেনে নিতে কষ্ট হচ্ছে। ফুটবলের বিশ্বমঞ্চ অসম্পূর্ণ মারাদোনা ছাড়া। জীবনের ম্যাচে ভক্তদেরও যে ড্রিবল করলেন আর্জেন্তিনার নাম্বার টেন।
সর্বকালের সেরা ফুটবলার মারাদোনার জন্য তাই শ্রদ্ধাঞ্জলি বিশ্বের সব প্রান্তে। বুয়েনস আইরেসের বিভিন্ন স্মৃতিসৌধ, বিল্ডিং সাজানো হয়েছে নীল-সাদা আলোয়।
আর্জেন্টিনার জার্সিতে প্রথম বিশ্বকাপ জয় মারাদোনার। দিয়েগো মারাদোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের জাতীয় শোক পালন হবে।
নাপোলিতে নিজের কেরিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন ফুটবল রাজপুত্র। মারাদোনার সম্মানে তাই নাপোলির স্টেডিয়াম মারাদোনার নামাঙ্কিত হবে সান পাওলো স্টেডিয়াম। টুইট নাপোলির মেয়রের।
?️?? pic.twitter.com/qaQtD44ZcK
— Official SSC Napoli (@sscnapoli) November 26, 2020
কাতারে কাতারে মানুষ মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন। সবার চোখে শুধু শুন্যতা। স্বজন হারানোর জ্বালা।
#MaradonaEterno El pueblo argentino le brinda su adios al máximo ídolo de nuestro fútbol: Diego Armando Maradona ???
?https://t.co/bLwnEXikqG pic.twitter.com/skNyoaD978
— AFA (@afa) November 26, 2020