আবার হার, দ্বিতীয় রাউন্ডে অনিশ্চিত রিয়াল মাদ্রিদ

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Dec 03, 2020 | 10:56 AM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের ম্যাচে আবার হার রিয়াল মাদ্রিদের (Real Madrid)। ৫ ম্যাচে, ২টি হার, ২টি জয়, একটি ড্র। সাত পয়েন্ট নিয়ে তিন নম্বরে জিনেদিন জিদানের দল। দ্বিতীয় পর্বে যাওয়ার আশা শেষ না হলেও, আশঙ্কার মধ্যেই দিন কাটাতে হবে স্পেনের চ্যাম্পিয়ন ক্লাবকে।

1 / 5
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) অ্যাওয়ে ম্যাচে শাখতারের বিরুদ্ধে ০-২ হার রিযাল মাদ্রিদের (Real Madrid)।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) অ্যাওয়ে ম্যাচে শাখতারের বিরুদ্ধে ০-২ হার রিযাল মাদ্রিদের (Real Madrid)।

2 / 5
এই হারের ফলে এখনও অনিশ্চিত রিয়ালের দ্বিতীয় পর্বে যাওয়ার ভাগ্য। শেষ ম্যাচে বড় জয় চাই জিদানের দলের।

এই হারের ফলে এখনও অনিশ্চিত রিয়ালের দ্বিতীয় পর্বে যাওয়ার ভাগ্য। শেষ ম্যাচে বড় জয় চাই জিদানের দলের।

3 / 5
খেলার প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় শাখতার। রিয়ালের ঘরের মাঠেও এবার তাদের হারিয়েছে শাখতার।

খেলার প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় শাখতার। রিয়ালের ঘরের মাঠেও এবার তাদের হারিয়েছে শাখতার।

4 / 5
শাখতারের হয়ে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা দেঁতিনহো।

শাখতারের হয়ে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা দেঁতিনহো।

5 / 5
শাখতারের হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ইজরাইলের স্ট্রাইকার মানোর সলোমন। রিয়ালের বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচেও গোল করেছিলেন তিনি। (ছবি সৌজন্যে- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

শাখতারের হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ইজরাইলের স্ট্রাইকার মানোর সলোমন। রিয়ালের বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচেও গোল করেছিলেন তিনি। (ছবি সৌজন্যে- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

Next Photo Gallery