চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র লড়াইয়ে দুই লেগেই লিপজিগকে (RB Leipzig) হারাল লিভারপুল (Liverpool)। বুধবার লিপজিগকে ২-০ হারাল ক্লপের দল। দুই লেগ মিলিয়ে ৪-০ এগিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন সালহারা। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার মঞ্চে লিভারপুলকে অন্য মেজাজেই দেখা যাচ্ছে। ক্লপের দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে এগিয়ে চলেছে।