প্যারিস: বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের স্থান ইতিমধ্যেই পোক্ত করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ফুটবলে মাঠে তাঁর জোরালো শট কাপিয়ে দেয় বিপক্ষের গোলপোস্ট। তার সেই জোরালো শট কোনও দর্শকের গায়ে লাগলে যে কতটা ব্যথা হতে পারে, তা ভালই বোঝেন এমবাপে। তাই তো এ রকম ঘটনা ঘটলে তাঁর দয়াশীল রূপ ফুটে ওঠে। যেমন উঠেছে শনিবার। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে এমবাপের এই নম্র আচরণের প্রশংসা করেছেন নেটিজেনরা। প্যারিস সাজাঁর হয়ে খেলতে নেমে এ রকম ঘটনার মুখোমুখি হতে হয়েছিল এমবাপেকে। ফ্রান্সের ফুটবল প্রতিযোগিতা লিগ ১-এর একটি ম্যাচের আগে প্রস্তুতির সময় এমবাপের শটে আহত হন তাঁর এক মহিলা ভক্ত।
পিএসজি-র হয়ে খেলেন এমবাপে। শনিবার লিগ ১-এর ম্যাচে পিএসজি মুখোমুখি হয়েছিল আরসি স্ট্রাসবরোর। স্ট্রাসবরোর ঘরের মাঠে ছিল এই ম্যাচ। সেই ম্যাচ শুরু আগে স্টাডে দে লা মেনাও স্ট্রাসবরো স্টেডিয়ামে অনুশীলন করছিলেন এমবাপে। তা দেখতে ম্যাচ শুরুর আগেই দর্শকাসনে ভিড় জমিয়েছিলেন এমবাপে ভক্তরা। সে সময়ই ফরাসি বিশ্বকাপজয়ী এমবাপের নেওয়া জোরালো শট গিয়ে লাগে এক দর্শকের মুখে। যার জেরে নাক ফেটে যায় দর্শকাসনে থাকা এক যুবতীর। তা দেখেই হৃদয় বিচলিত হয় এমবাপের। মাঠ থেকে তিনি সোজা চলে যান দর্শকাসনে। আহত দর্শকের কাছে ছুটে যান তিনি। আহত ওই যুবতীকে কিছু বলেন। তবে এমবাপে ঠিক কী বলেছেন তা ধরা পড়েনি ক্যামেরায়। তবে তিনি ওই দর্শকদের থেকে নিঃর্শত ক্ষমা চেয়েছেন বলে দাবি ইউরোপিয়ান সংবাদমাধ্যমে। এমবাপের এই ফুটবলারের দয়াশীল আচরণ মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। এমবাপের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।
Très beau geste de Kylian Mbappe qui est allé se renseigner sur l’état de santé d’une jeune femme en tribune. L’international français lui avait malencontreusement tiré dessus lors de l’échauffement. ?
(@Ligue1UberEats) pic.twitter.com/26xx8zk5bm
— Footballogue (@Footballogue) May 27, 2023
তবে স্ট্রাসবরোর ঘরের মাঠে লিগ১-এর ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত রয়েছে। ওই ম্যাচের ৫৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু ৭৯ মিনিটে গোল শোধ করেন স্ট্রাসবরোর ফুটবলার কেভিন গামেইরো। তার পর আর গোল হয়নি। এমবাপে নিজেও গোল পাননি এই ম্যাচে।