Igor Stimac: এশিয়া ফুটবলেই ভারত ৮-১০ বছর পিছিয়ে, বিস্ফোরক স্টিমাচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 15, 2022 | 10:49 AM

স্টিমাচ যেমন ফুটবলারদের স্তুতিতে মাতলেন তেমনই কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে পিছপা হলেন না।

Igor Stimac: এশিয়া ফুটবলেই ভারত ৮-১০ বছর পিছিয়ে, বিস্ফোরক স্টিমাচ
ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ ও অধিনায়ক সুনীল ছেত্রী।
Image Credit source: AIFF

Follow Us

 

কলকাতা: ভারতীয় ফুটবল দল (Indian Football) আরও একটা অনবদ্য জয় উপহার দিয়েছে। সমর্থকরা যেমন খুশি, তেমনই সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পেরে উচ্ছ্বসিত ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। এশিয়ান কাপের মূলপর্ব মাঠে নামার আগেই নিশ্চিত হয়েছিল। তাতে অবশ্য পারফরম্যান্সে কোনও ছাপ পড়েনি। বরং বাড়তি তাগিদ, দাপুটে ফুটবলে আরও একটা জয়। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক এবং শীর্ষ স্থানে থেকেই টানা দ্বিতীয় বার এশিয়ান কাপের মূল পর্বে খেলবে ভারত। স্বাভাবিক ভাবেই ফুটবলারদের জন্য গর্বিত ভারতীয় দলের কোচ। আলাদা করে কারও নাম কোচের মুখে শোনা গেল না। দল হিসেবে ভারত ভালো খেলেছে, সেটাকেই কুর্নিশ জানিয়েছেন স্টিমাচ। বলছেন, ‘দলের প্রত্যেকের জন্য ভালো লাগছে। সমর্থকরাও আমাদের পাশে থেকেছে। ভারতীয় দলের জন্য দীর্ঘ পরিকল্পনা রয়েছে। হংকংয়ের বিরুদ্ধে জয়, তারই একটা নমুনা মাত্র। এই ম্যাচটা অন্যতম সেরা পারফরম্যান্সের হওয়ারই কথা ছিল। গত প্রায় সাত সপ্তাহ কঠিন পরিশ্রম করেছে ফুটবলাররা। ওদের ১-২ দিন দিলে ভালো পারফরম্যান্স আশা করা উচিত নয়। ওদের সময় প্রয়োজন। ক্রমশ উন্নতি করছে। ওদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আলাদা করে কারও নাম বলতে চাই না। দলের প্রত্যেকেই অনবদ্য।’

স্টিমাচ যেমন ফুটবলারদের স্তুতিতে মাতলেন তেমনই কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে পিছপা হলেন না। বারবার স্টিমাচের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর চাকরি থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গেই বললেন,’সমস্যাটা কোচ নয়। প্লেয়ারদের উপর আমার ভরসা ছিল। ওরাও আমার উপর বিশ্বাস রেখেছে। তবে কোচ, ফেডারেশন এবং ক্লাবের সঙ্গে ভালো বোঝাপড়া থাকা প্রয়োজন ছিল। এশিয়ান দেশগুলির মধ্যেই ভারতীয় ফুটবল ৮-১০ বছর পিছিয়ে রয়েছে। আমাদের ভাবনা চিন্তা করতে হবে। সঠিক সমস্যা বুঝতে হবে। আই লিগে কোনও বিদেশি ফুটবলারের প্রয়োজন নেই। মাঠের বাইরে যা চলছে, সেটাও এখন প্রয়োজন ছিল না। ড্রেসিং রুমে এর বড় প্রভাব পড়ে। প্লেয়াররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।’

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেও ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো পরিস্থিতি। প্রশাসকদের কমিটি ফেডারেশনের দায়িত্বে রয়েছে। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব চলাকালীন এই সমস্ত না হলেই ভালো হত বলে মনে করছেন কোচ ইগর স্টিমাচ। বরং যারা তাঁর কিংবা ভারতীয় দলের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আরও পরিস্কার করে জানালেন, ‘এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। যারা মনে করে আমাদের কোনও যোগ্যতা নেই, তাদের ধারনাটা ভুল। আমারও কিছু বিষয় প্রমাণ করার আছে। নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছি। আর্সেনাল, লিভারপুলের মতো দলের কোচ হওয়াটা হয়তো অনেক বেশি ভালো লাগার বিষয়। তবে আমি নিজে থেকেই এই চ্যালেঞ্জ নিয়েছিলাম। নিজের কাছে পরিস্কার ধারনা রয়েছে ভারতের কোচ হিসেবে কী করতে চাই।‘

Next Article