FIFA World Cup 2022: কাপ জেতার স্বপ্ন নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা ক্রোয়েশিয়ার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 09, 2022 | 9:27 PM

Luka Modric: লুকা মদ্রিচরা গত বার দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। কেউই ভাবেননি রাশিয়া বিশ্বকাপে ফাইনাল উঠে পড়বেন ক্রোটরা। ট্রফি খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হারতে হয়েছিল মদ্রিচদের।

FIFA World Cup 2022: কাপ জেতার স্বপ্ন নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা ক্রোয়েশিয়ার!
Image Credit source: twitter

Follow Us

জাগ্রেব: টটেনহ্যামের ফরোয়ার্ড ইভান পেরিসিচ রয়েছেন। আছেন চেলসির মিডফিল্ডার মাতেও কোভাসিচও। তবে সাউদাম্পটনের ডিফেন্ডার দুজে সেল্টা-কার প্রাথমিক দলে সুযোগ পেলেও বাদ পড়ে গেলেন মূল টিম থেকে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের রানার্স টিম ক্রোয়েশিয়া ঘোষণা করে দিল কাতার বিশ্বকাপের দল। ২৬ জনের টিমে ইংলিশ প্রিমিয়ারের ফুটবলারদেরই প্রাধান্য দিয়েছেন কোচ জ্লাটকো দালিচ। কেমন হল গত বারের রানার্স টিম ক্রোয়েশিয়া? তুলে ধরল TV9 Bangla

লুকা মদ্রিচরা গত বার দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। কেউই ভাবেননি রাশিয়া বিশ্বকাপে ফাইনাল উঠে পড়বেন ক্রোটরা। ট্রফি খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হারতে হয়েছিল মদ্রিচদের। এ বার কাপ জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে কোচ দালিচকে। লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার দেজান লভরেনকে টিমে নিয়েছেন দালিচ। জোস্কো গার্দিওলের সঙ্গে দেজানের তালমেল কেমন হয়, তার উপর নির্ভর করবে টিমের ভবিষ্যৎ। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড এ বারও বেশ ধারালো। মদ্রিচের সঙ্গী হিসেবে থাকবেন মার্সেলো ব্রোজ়োভিচ ও মাতেও কোভাসিচ। দেশের হয়ে ১৫৪টা ম্যাচ খেলে ফেলেছেন মদ্রিচ। এ বারের বিশ্বকাপেই শেষ বারের মতো দেখা যাবে তাঁকে। দেশকে আরও একবার সর্বোচ্চ সাফল্য দেওয়াই লক্ষ্য মদ্রিচের।

পুরো টিম:

গোলকিপার- ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, ইভো গার্বিচ

ডিফেন্ডার- দোমাগোজ ভিদা, দেজান লভরেন, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোস্কো গার্দিওল, বোর্না সোসা, জোসিপ স্তানিসিচ, মার্তিন এলিচ, জোসিপ সুতালো

মিডফিল্ডার- লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজ়োভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভ্রো মাজের, ক্রিস্তিজান জাকিচ, লুকা সুসিচ

ফরোয়ার্ড- ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেতকোভিচ, মাসলাভ ওরসিচ, আন্তে বুদিমার, মার্কো লিভাজা

কোচ- জ্লাটকো দালিচ।

Next Article