FIFA World Cup 2022: এক ম্যাচে ১০ রেড কার্ড, কাতার বিশ্বকাপে এই রেফারিকে নিয়ে আতঙ্কে ফুটবলাররা?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 07, 2022 | 11:54 PM

Facundo Tello: ফাকুন্দা টেল্লো কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।

FIFA World Cup 2022: এক ম্যাচে ১০ রেড কার্ড, কাতার বিশ্বকাপে এই রেফারিকে নিয়ে আতঙ্কে ফুটবলাররা?
লাল কার্ড দেখাচ্ছেন ফাকুন্দা টেল্লো

Follow Us

বুয়েনস আইরেস: কড়া হাতে ম্যাচকে নিয়ন্ত্রণ করার জন্য খ্যাতি রয়েছে তাঁর। ফুটবলাররা যতই নিময় বহির্ভূত আচরণ করুন না কেন, তিনি কিছুতেই ম্যাচের রাশ আলগা করেন না। রেফারি হিসাবে যতটা সম্ভব ম্যাচকে নিজের মুঠোয় রাখার চেষ্টা করেন। এমনকি এক ম্যাচে ১০টি রেড কার্ডও দেখিয়েছেন তিনি। সেই ফাকুন্দা টেল্লো কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তাঁকে নিয়ে কাতার বিশ্বকাপে আতঙ্কে থাকতেই পারেন ফুটবলাররা। তাঁর কারণ তুলে ধরল TV9Bangla

কে এই ফাকুন্দা টেল্লো?

ফাকুন্দা লাতিন আমেরিকার রেফারি। আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশে জন্ম তাঁর। ১৯৮২ সালে জন্মেছেন তিনি। ৪০ বছর বয়সি এই রেফারি প্রেমেরা ডিভিশনে ১১৮টি পেশাদার ম্যাচ পরিচালনা করেছেন। সেই সব ম্যাচ গুলিতে তিনি মোট ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি রেড কার্ড দেখিয়েছেন। এই মরসুমের বেশ কয়েকটি ম্যাচেই তিনি এক ম্যাচে একাধিক রেড কার্ড দেখিয়েছেন। এ বছর সেপ্টেম্বর মাসেই রেসিং এবং ক্লাব অ্যাটলেটিকোর ম্যাচে তিনটি রেড কার্ড এবং ৬টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। সেই ম্যাচে ১-০ গোলে জেরে রেসিং। ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় ২০১৯ সালে অন্তর্ভুক্ত হন তিনি। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসাবে বিবেচিত হন ফাকুন্দা।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলিয়েছেন। পাশাপাশি ২০২১ সালে আরব কাপে জর্ডন এবং মরক্কোর বিরুদ্ধে ম্যাচেও রেফারি ছিলেন তিনি। তবে এখ ম্যাচে ১০টি রেড কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এখনও। আর্জেন্টিনার স্থানীয় লিগের একটি ম্য়াচে তিনি দেখিয়েছিলেন সেই কার্ডগুলি। বোকা জুনিয়র্স এবং রেসিং মধ্যে চলছিল সেই ম্যাচ। নির্ধারিত সময়ে দুদলেরই এক জন করে ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। দু‘দলই ১০ জন করে ফুটবলার নিয়ে খেলছিল। অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন বোকা জুনিয়র্সের সেবাস্তিয়ান ভিলা এবং রেসিংয়ের জোহান কারবোনেরোর মধ্যে লড়াই বাঁধে। তাঁদের দু‘জনকেই লাল কার্ড দেখিয়ে বের করে দেন ফাকুন্দা। কিন্তু এতেই সে দিন মাঠের পরিস্থিতি শান্ত হয়নি। বাকি ফুটবলাররাও একে অপরের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু দেন। তা দেখে দু‘দলেরই মোট ৬ জনকে লাল কার্ড দেখান ফাকুন্দা। সব মিলিয়ে দু‘দলের মোট ১০ জনকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।