FC Barcelona: ঘরের ছেলের ঘরে ফেরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 06, 2021 | 4:32 PM

ফুটবল কেরিয়ারে বার্সেলোনার হয়ে ১৭ বছর সিনিয়র টিমে খেলেছেন জাভি। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন তিনি। ১৭ বছরের কেরিয়ারে ২৫টা ট্রফি জিতেছেন ক্লাবের হয়ে। ৭৬৭টা ম্যাচ খেলেছেন বার্সার জার্সিতে। ২৫টা ট্রফির মধ্যে রয়েছে ৪টে চ্যাম্পিয়ন্স লিগ আর ৮টা লা-লিগা খেতাব।

FC Barcelona: ঘরের ছেলের ঘরে ফেরা
জাভি হার্নান্ডেজ। ছবি: টুইটার

Follow Us

বার্সেলোনা: ঘরের ছেলের ঘরে ফেরা। ৬ বছর বাদে আবারও ঘরে ফিরলেন জাভি হার্নান্ডেজ (Xavi Hernandez)। তবে এ বার একে বারে নয়া ভূমিকায়, নয়া দায়িত্বে। বার্সেলোনার কোচ হয়ে ফিরলেন জাভি।

গত বছর রোনাল্ড কোম্যানকে (Ronald Koeman) কোচের দায়িত্ব দেয় বার্সেলোনা (FC Barcelona)। কিন্তু ধারাবাহিক ব্যর্থতার পর গত মাসেই তাঁকে বরখাস্ত করে ক্লাব। এরপরই জাভিকে কোচ করতে আসরে নামে বার্সা। আল সাদে (Al-Sadd) কোচিং করাতেন স্প্যানিশ সুপারস্টার। কাতারের ক্লাবের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে জাভিকে ছিনিয়ে আনতে সক্ষম হয় বার্সেলোনা। ২০২৪ পর্যন্ত জাভির সঙ্গে চুক্তি করল বার্সা। ফুটবল কেরিয়ারে বার্সেলোনার হয়ে ১৭ বছর সিনিয়র টিমে খেলেছেন জাভি। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন তিনি। ১৭ বছরের কেরিয়ারে ২৫টা ট্রফি জিতেছেন ক্লাবের হয়ে। ৭৬৭টা ম্যাচ খেলেছেন বার্সার জার্সিতে। ২৫টা ট্রফির মধ্যে রয়েছে ৪টে চ্যাম্পিয়ন্স লিগ আর ৮টা লা-লিগা খেতাব।

 

গত মাসে রায়ো ভায়েকানোর (Rayo Vallecano) কাছে ০-১ হারের পরই ডাচ কোচ কোম্যানকে বরখাস্ত করে বার্সেলোনা। সের্জি বার্জুয়াঁকে (Sergi Barjuan) অন্তর্বর্তী কোচ করে ক্লাব। কুড়ি তারিখ কোচ হিসেবে অভিষেক হচ্ছে জাভির। লা-লিগায় এস্পানোলের (Espanyol) বিরুদ্ধে নামবে বার্সেলোনা। ২০১৫ সালে বার্সা ছাড়ার পর কাতারের ক্লাব আল সাদেই খেলতেন জাভি। ২০১৯ সালে বুটজোড়া তুলে রাখার পর আল-সাদেই কোচিং কেরিয়ার শুরু করেন স্প্যানিশ মিডফিল্ডার।

Next Article