France vs Morocco : শেষ ষোলোয় থামল মরক্কোর দৌড়, ৪-০ জিতে কোয়ার্টারে ফ্রান্স

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 08, 2023 | 10:21 PM

২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন ভেঙে চুরমার হয় মরক্কোর। মেয়েদের বিশ্বকাপেও মরক্কোর স্বপ্ন ভাঙল ফ্রান্স।

France vs Morocco : শেষ ষোলোয় থামল মরক্কোর দৌড়, ৪-০ জিতে কোয়ার্টারে ফ্রান্স

Follow Us

অ্যাডিলেড : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা মহিলা বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব চলছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্পেন, কলম্বিয়ার মতো বেশ কয়েকটি দেশ কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। আজ শেষ ষোলোয় মরক্কোকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স। নকআউটের ম্যাচে ০-৪ গোলে হেরে চলতি ফিফা মহিলা বিশ্বকাপে মরক্কোর স্বপ্নের দৌড় শেষ হল এখানেই। এ বারই প্রথম বিশ্বকাপের নকআউটে পা রেখেছিল মরক্কো। শেষ ষোলোর ঘরেই তাদের বিদায়ের পথ দেখাল ফ্রান্স। কাকতালীয়ভাবে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন ভেঙে চুরমার হয় মরক্কোর। প্রথম বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দেশটি। আশরাফ হাকিমি, হাকিম জিয়েচদের দেশের মেয়েরাও চমক দিয়েছিলেন। তবে বেশি দূর এগোতে পারলেন না।  বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের স্কোরকার্ডে নাম উঠল কাদিদিয়াতু দিয়ানি, কেঞ্জা দালি ও ইউজিনি লে সোম। জোড়া গোল করেছেন ইউজিনি লে সোম। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। হেডে গোল করেন কাদিদিয়াতু দিয়ানি। পাঁচ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় ফরাসিরা। দিয়ানির পাস থেকে গোল করেন কেঞ্জা দালি। ২৩ মিনিটে ফ্রান্সের হয়ে তৃতীয় গোল ইউজিনির। প্রথম ২৩ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন মরক্কোর মেয়েরা। ৩-০ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধে গুছিয়ে খেলার চেষ্টা করলেও উল্টে ৭০তম মিনিটে আরও একটি গোল খেয়ে যায় মরক্কো। হেডে গোল করেন ইউজিনি।

এরপর ম্যাচে আর গোল হয়নি। মরক্কোর ফুটবলাররা ম্যাচের প্রথম থেকেই ছিল ছন্নছাড়া। তার ফল ভুগতে হল। ৪-০ ব্যবধানে পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ সহ-আয়োজক দেশ অস্ট্রেলিয়া।

Next Article